নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নোবিপ্রবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সর্বজনীন পেনশন স্কিমসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক আন্দোলন কর্মসূচি হিসেবে সব বিভাগের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি। বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে বলে জানানো হয়েছে।

রোববার (৩০ জুন) নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে শিক্ষক নেতারা বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন। সর্বাত্মক আন্দোলনের কর্মসূচিসমূহ নিম্নরূপ- ১। নোবিপ্রবির সব বিভাগের সব ক্লাস (অনলাইন ও অফলাইন) বন্ধ থাকবে। ২। সব পরীক্ষা বর্জন করা হবে। সিটি, টার্ম ফাইনাল, প্রেজেন্টেশন, মৌখিক, ল্যাব পরীক্ষাসহ কোনো পরীক্ষাই অনুষ্ঠিত হবে না। ৩ । বিভাগীয় চেয়ারম্যানরা বিভাগীয় অফিস, ক্লাসরুম, সেমিনার, কম্পিউটার ল্যাব, গবেষণাগার বন্ধ রাখবেন। অ্যাকাডেমিক কমিটির সভা, প্রশ্নপ্রত্র সমন্বয় সভাসহ কোনো সভা অনুষ্ঠিত হবে না। ৪। অনুষদের ডিনরা ডিন অফিস, ভর্তি পরীক্ষাসহ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ রাখবেন। নবীনবরণ অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা যাবে না। সিলেকশন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে না। ৫। ইনস্টিটিউটের পরিচালকরা ইনস্টিটিউটের অফিস, ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখবেন। শুক্রবার ও শনিবারের ক্লাস-পরীক্ষা, সান্ধ্যকালীন কোর্সসমূহ বন্ধ থাকবে। ৬। ডিন অফিস, ইনস্টিটিউট, বিভাগ থেকে কোনো ধরনের সেমিনার, কনফারেন্স ও কর্মশালা আয়োজন করা থেকে বিরত থাকবেন। ৭। হলের প্রভোস্টগণ হল প্রভোস্ট অফিস বন্ধ রাখবেন। ৮। এ ছাড়াও নোবিপ্রবির শিক্ষকগণ সব ধরনের প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। ৯। আন্দোলন চলাকালে প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে।

প্রসঙ্গত, গত ২০ মে সর্বজনীন পেনশন স্কিমসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তার ধারাবাহিকতায় ২৬ জুন নোবিপ্রবিসহ সারা দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এরপর গেল ২৮ মে দুই ঘণ্টা এবং ২৫-২৭ জুন তিন দিন সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয় এবং ৩০ জুন থেকে পূর্ণ কর্মবিরতি পালন করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখলকৃত পূর্ব জেরুজালেমকে ঘিরে ফেলছে ইসরায়েল

কায়কোবাদকে দেখতে বাড়ির সামনে নেতাকর্মীদের ঢল

চাকসুতে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

সন্ত্রাসীদের হামলায় ৫ সাংবাদিক আহত

আমরা জোর করে ভোটে জিততে চাই না : আফরোজা আব্বাস

‘বিএনপি ক্ষমতায় এলে কোরআন-সুন্নাহ বিরোধী আইন পাস করবে না’

গ্রামীণফোনের যে সেবা বন্ধ থাকবে ১৩ ঘণ্টা

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০

৩ বছর আগে বরখাস্ত হলেও পুরো বেতন পাচ্ছেন শিক্ষক

১০

রোববার শুভ মহালয়া, ছুটি নিয়ে যা জানা গেল

১১

জাপা নিষিদ্ধ করে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই : রাশেদ প্রধান 

১২

দেওয়ানি ও ফৌজদারি আদালত পৃথক করে প্রজ্ঞাপন

১৩

ন্যাটোর হুমকির পর সামরিক পোশাকে যুদ্ধের ময়দানে পুতিন!

১৪

যে কারণে বইমেলার সময় পরিবর্তন

১৫

চালের বস্তায় হাসিনার নামে স্লোগান, বিরক্ত হয়ে ফিরে গেলেন ইউএনও 

১৬

পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে চুক্তি সই 

১৭

যাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না, জানালেন হেফাজত আমির

১৮

চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে প্রকৌশলী বরখাস্ত

১৯

যে ৭ খাবার ২৪ ঘণ্টার বেশি ফ্রিজে রাখলেই হয়ে উঠতে পারে বিষ

২০
X