চবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘মেধাবীদের কান্না, আর না, আর না’ স্লোগানে উত্তাল চবি

বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশে চবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশে চবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’; ‘মেধাবীদের কান্না, আর না, আর না’; ‘কোটার বিরুদ্ধে লড়াই হবে একসাথে’ ইত্যাদি স্লোগান তুলে ’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা এ সমাবেশের আয়োজন করে।

এ সময় শিক্ষার্থীরা চার দফা দাবি পেশ করে- প্রথমত ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। দ্বিতীয়ত ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। তৃতীয়ত সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। চতুর্থত দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে তাহলে মুক্তিযুদ্ধ পরবর্তীতে দেশ স্বাধীনের পরেও আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে কেন। মুক্তিযোদ্ধারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরাও বৈষম্যমূলক ৫৬ শতাংশ কোটার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সরকারি চাকরিতে কোটা কখনোই কাম্য নয়। সরকারি চাকরিতে কোটা নয়, মেধার ভিত্তিতে মূল্যায়ন করার দাবি জানাচ্ছি।

আরবি বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, আমাদের এই দেশকে বৈষম্যমুক্ত করার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে। এরপর স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও বৈষম্যের জিঞ্জির থেকে মুক্ত হতে পারেনি এই দেশ। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা আমরা মেনে নিতে পারি না, আমাদেরকে মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে।

কোটাপ্রথা বাতিল না হওয়া পর্যন্ত আগামী মঙ্গলবার (০১ জুলাই) ও বুধবার (০২ জুলাই) মানববন্ধন ও সমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি

‘আমরা তো অ্যাটাকিং ক্রিকেট খেলছি, আরও অ্যাটাকিং চাচ্ছেন’

রণবীরের মুখটা ছিল একেবারে স্বাস্থ্যকর: ধনশ্রী বর্মা

স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলামের পদ স্থগিত 

কোটি টাকা হাতিয়ে আত্মগোপন জনপ্রতিনিধি, জীবন দিলেন ব্যবসায়ী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে ২ উপদেষ্টা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জনযুদ্ধের’ জন্য প্রস্তুত ভেনেজুয়েলা, মাদুরোর হুঁশিয়ারি

নুরকে দেখতে হাসপাতালে শামা ওবায়েদ, চাইলেন সুষ্ঠু তদন্ত

জাগপা সভাপতির ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

১০

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি

১১

ডিএনসিসির সতর্কবার্তা

১২

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত?

১৩

সুমনার গাড়ি ঘিরে বিক্ষোভ

১৪

জুতার মধ্যে লুকিয়ে থাকা সাপের কামড়ে যুবকের মৃত্যু

১৫

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিবিরের লিখিত অভিযোগ

১৬

সাংবাদিক বুলুর মৃত্যু ঘিরে সামনে এলো ‘ভিডিও’, বাড়ছে রহস্য

১৭

শোবিজে হেনস্তার শিকার, অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিজাহ

১৮

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত আজ

১৯

চাকরি দিচ্ছে ওয়ান ব্যাংক, থাকছে না বয়সসীমা

২০
X