সকল গ্রেডে (নবম-২০তম) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করার দাবিতে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং কোটা সংস্কারের দাবি জানান। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে পদক্ষিণ করেন।
গণপদযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থী মেহেদী হাসান তানজিল কালবেলাকে বলেন, আমরা চাই চাকরির ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ হোক। কোটার কারণে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক।
আরেক শিক্ষার্থী বলেন, সংবিধানে অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা উল্লেখ আছে। কিন্তু তা ন্যূনতম মাত্রায় রাখা উচিত। আমরা সংসদে এ দাবি জানাচ্ছি যেন দ্রুত আইন পাস করে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংশোধন করা হয়। কোটা পদ্ধতির সংস্কার হলে মেধাবীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি হবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
এর আগে শনিবার (১৩ জুলাই) এ গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও প্রদান করবেন আন্দোলনকারীরা।
মন্তব্য করুন