কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ফের উত্তপ্ত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল ও সন্ধ্যা ৭টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় রাস্তায় মাগরিবের নামাজ আদায় করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত রাস্তা অবরোধ চলছে।
বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েন।
মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অন্য এক শিক্ষার্থী জানান, ঢাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। আমাদের ভাইদের রক্তাক্ত করা হয়েছে। এমনকি অনেক মেয়েদের উপরও হামলা করা হয়। সাধারণ শিক্ষার্থীরা অধিকার আদায় করতে গিয়ে যদি এমন রক্তাক্ত হয়, তাহলে এর দ্বায়ভার কার? আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেন ব্যাঘাত ঘটাল। সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হোক। না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।
মন্তব্য করুন