বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ প্রায় দেড় মাসের আন্দোলনের পর শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের ঘটনায় বিজয় উল্লাসে মুখরিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। পাশাপাশি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাসের কিছু ভাস্কর্য ভাঙচুর করতে দেখা গেছে।
সোমবার (৫ আগস্ট) দুপুরের পর শেখ হাসিনার পদত্যাগের আভাস পেয়েই বিজয় উচ্ছ্বাস শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে আসা হাজারো আন্দোলনকারী। প্রতিবেদন লেখা পর্যন্ত (পৌনে ১১টা) এ উচ্ছ্বাস চলতে থাকে।
রাতে সরেজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি ও ভিসি চত্বরে গিয়ে দেখা যায়, হাজার হাজার ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিয়ে, নেচে-গেয়ে, আতশবাজি ফুটিয়ে ও মানুষকে মিষ্টি খাইয়ে দুপুর থেকেই বিজয় উদযাপন করছেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অবস্থিত স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে।
বিজয় উদযাপনের বিষয়ে ঢাবি শিক্ষার্থী রিফাত বলেন, বহু বছর পর নির্যাতন, নিষ্পেষণ ও দমন-পীড়ন সহ্য করেছি আমরা। সে পরিস্থিতি থেকে আমরা আজ মুক্তি পেয়েছি। এটা আমাদের দ্বিতীয় বিজয় দিবস। এজন্য আমরা উদযাপন করছি।
ভাস্কর্য ভাঙচুরের বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যে বিকেল সাড়ে ৫টার দিকে যেভাবে ধ্বংসলীলা চালিয়েছে পাবলিক, তা ভাষায় প্রকাশ করার মতো না। বাধা দিতে গিয়েছিলাম, এত পাগলা লোক ছিল ওখানে, বুঝিয়েও কাজ হলো না। বিরত রাখা গেল না, দালাল ট্যাগ দিয়ে মারতে আসছে আমাকে। বুঝিয়ে বলে মার থেকে বাঁচলাম।
মন্তব্য করুন