ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

লিয়াজোঁ কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র ফ্রন্টের আপত্তি

ছাত্র ফ্রন্টের লোগো।
ছাত্র ফ্রন্টের লোগো।

সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থান সুসংহতকরণ, ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত স্থগিতকরণ ও ১৫ আগস্টে জাতীয় শোক দিবস পালন না করাসহ বিভিন্ন কার্যসূচিকে সামনে রেখে একতাবদ্ধ হয়ে কাজ করতে বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্তগুলো একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে লিয়াজোঁ কমিটি। এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত কয়েকটি বিষয়ে আপত্তি জানিয়েছে বৈঠকে উপস্থিত থাকা সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বুধবার (১৪ আগস্ট) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যৌথ বিবৃতিতে এ আপত্তি তোলেন।

বিবৃতিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতৃত্বে গণঅভ্যুত্থানে বহু ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। আমরা প্রথম থেকেই এই প্ল্যাটফর্মের মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করেছি। গণতান্ত্রিক ছাত্রজোট যার মধ্যে আমাদের সংগঠনও আছে, এই আন্দোলনে আপনাদের সঙ্গে একসাথে লড়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে বলে মত প্রকাশিত হচ্ছিল। এ বিষয়ে আমরা কেন্দ্রীয় সমন্বয়ক এবং লিয়াজোঁ কমিটি সদস্যদের কাছে উদ্বেগ প্রকাশ করি। তারা বিভিন্ন ছাত্র সংগঠনগুলোকে আলোচনা করতে গত ১২ আগস্ট সন্ধ্যা ৬টায় টিএসসিতে ডাকেন, আমাদেরও ডাকেন। তারা জানান, ছাত্র সংগঠনগুলির মতামত শোনা হবে এবং খোলামেলা আলাপ-আলোচনা হবে। ফলে আমরা এই বৈঠকে হাজির হই। বৈঠকে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমন্বয়ক মাহফুজ আলম, সদস্য নাসিরুদ্দিন পাটোয়ারী ও আরিফুল ইসলাম আদিব। ছাত্রফ্রন্টের নেতৃদ্বয় বলেন, বৈঠকে আমরা ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করে লিখিতরূপে একটি বক্তব্য পাঠ করি। এরপর আমরা চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ‘ছাত্র রাজনীতি নয়, প্রায়োজন রাজনৈতিক সচেতনতা’ শীর্ষক ফেসবুক পোস্ট প্রত্যাহারের দাবি জানাই।

আমাদের সংগঠনের বক্তব্যে, আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট প্রত্যাহারের দাবির জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘এখন পোস্ট ডিলিট করলে অনেক কথা উঠবে, সমস্যা হবে। তাই পোস্ট ডিলিট না করুক। কিন্তু আপনাদের (ছাত্র সংগঠনসমূহ) সাথে পরামর্শ ছাড়া ছাত্র রাজনীতি বন্ধের কোনো সিদ্ধান্ত হবে না।’

তারা আরও বলেন, বৈঠকে প্রায় সবগুলো সংগঠন ছাত্র রাজনীতির পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করে এবং ছাত্ররাজনীতি বন্ধের বিরোধিতা করে। ফলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, ছাত্র রাজনীতি বন্ধে এখনই কোনো সিদ্ধান্ত হবে না। এটি বিবৃতি আকারে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।

এর ভিত্তিতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটি গত ১৩ আগস্ট একটি বিবৃতি প্রদান করেছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম, বিবৃতিতে এমন কতগুলো বিষয় উল্লেখ করা হয়েছে যার সাথে বৈঠকে আমরা একদমই সহমত জানাইনি। আশা করি এ বিষয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তারা তা পরিষ্কার করে সহযোগিতা করবেন। সামনের সময়ে আমাদের পারস্পরিক মতবিনিময় এবং আলোচনা আরও বাড়বে এবং আমরা আরও বেশি ঐক্যবদ্ধ হতে পারবো বলে মনে করি।

১৩ আগস্ট দেওয়া লিয়াজোঁ কমিটির বিবৃতিতে বলা হয়েছে- ‘জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সুসংহতকরণের লক্ষ্যে ন্যুনতম এক মাস বা পরিস্থিতি অনুযায়ী আরো বেশি সময় সব ছাত্রসংগঠনগুলো ক্যাম্পাসগুলোতে নিজেদের আলাদা করে কোন কর্মসূচি দিবেন না, বরং এ আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধভাবে গণ-অভ্যুত্থানের চেতনাকে এবং প্রতিবিপ্লব রুখে দেয়ার জন্য লড়ে যাবেন।’

এ বিষয়ে ছাত্র ফ্রন্ট বলছে, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে গণঅভ্যুত্থানকে সংহত করা এবং সামনের দিনে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস- দখলদারিত্বের বিরুদ্ধে লড়ব বলে জানাই। কিন্তু এ সময় ছাত্রসংগঠনগুলো নিজস্বভাবে কোনো কর্মসূচি গ্রহণ করতে পারবে না এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং এর সঙ্গে কিছুতেই আমরা একমত হতে পারি না।

লিয়াজোঁ কমিটির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছাত্রসংগঠনগুলোর ভূমিকা থাকবে না।’

ছাত্র ফ্রন্ট বলছে, বৈঠকে আলোচনা হয়েছিল- ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ তার ওপর অর্পিত সকল দায়িত্ব পালন করবে। একই সাথে এই প্ল্যাটফর্ম ছাত্র সংগঠনগুলোর সাথে নিয়মিত বিরতিতে বসে মত বিনিময়-আলোচনা করবে যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়াকে সহযোগিতা করবে।

ছাত্রফ্রন্টের দাবি, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে সামনের দিনে ছাত্রসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস-দখলদারিত্বের বিরুদ্ধে দূর্বার লড়াই গড়ে তুলুক। আমরা কোনোভাবেই চাই না যে, ছাত্র-জনতা যে অভূতপূর্ব লড়াই করে এবং রক্ত ঢেলে যেভাবে গণতান্ত্রিক অধিকার আদায়ের পথে এগিয়েছে, ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করতে চেয়েছে- তা কোনোভাবেই বাধাপ্রাপ্ত হোক।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন বিএসএফের

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা 

পর্তুগালের জালে এক হালি গোল দিয়েও মন ভরেনি ব্রাজিলের

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’

সাংবাদিকদের হুমকি দেওয়া যুবশক্তির ২ নেতাকে অব্যাহতি

‘আমি আর কত ক্ষতিগ্রস্ত হবো?’—প্রশ্ন বিজয়ের

ক্লান্ত ও দুর্বল লাগলে যে ৫ খাবার বাড়াবে আয়রন ও হিমোগ্লোবিন

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২.৩ ডিগ্রি

গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির ১০ সেনা কর্মকর্তা

হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে ইংল্যান্ডের ডা. রিচার্ড বিলি

১০

সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

১১

ত্রুটিপূর্ণ নীতিমালা ও অপরিকল্পিত নগরায়ণ : আতঙ্কিত ঢাকার গল্প

১২

অর্থ পাচার মামলায় ফেঁসে গেলেন নেহা শর্মা?

১৩

খালেদা জিয়ার নেতৃত্ব গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা : মির্জা মোস্তফা

১৪

এবার ওটিটিতে শাকিবের ডুবে যাওয়া সিনেমা

১৫

আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ১০ বাড়ি

১৬

তরুণ থেকে বৃদ্ধ—সবার জন‍্য রাহিতুল ইসলামের নতুন বই ‘ফ্রিল্যান্সারের আদর্শলিপি’

১৭

বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে কারা, জানাল অপটা সুপারকম্পিউটার

১৮

শতাব্দীর ভালো নির্বাচন চাই : ইসি সচিব

১৯

অস্ট্রেলিয়ায় পড়তে চাচ্ছেন, ভিসা–জটিলতা এড়াতে শিক্ষার্থীদের যে নতুন নির্দেশনা

২০
X