বেরোবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:০৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি পেলেন আবু সাঈদের দুই ভাই

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেন নির্বাহী পরিচালক মো. ইয়াসিন হোসেন পাভেল। ছবি : কালবেলা
শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেন নির্বাহী পরিচালক মো. ইয়াসিন হোসেন পাভেল। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের দুই ভাইকে চাকরি দিয়েছে বসুন্ধরা গ্রুপ।

আবু সাঈদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিন-এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ-২৪ রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নিবার্হীর পদ দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মো. ইয়াসিন হোসেন পাভেল নিয়োগপত্র নিয়ে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান।

এ সময় নির্বাহী পরিচালকের সঙ্গে ছিলেন বাংলাদেশ প্রতিদিনের হেড অব মার্কেটিং সালাউদ্দিন আহমেদ। নিয়োগপত্র গ্রহণ করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, বোন সুমি বেগমসহ প্রতিবশেী ও অন্য স্বজনরা উপস্থিত ছিলেন।

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, আমি আজ অনেক খুশি। আমার দুই ছেলেকে ওনারা (বসুন্ধরা গ্রুপ) চাকরি দিয়েছে। আল্লাহ তাদের ভালো করুক, তাদের প্রতি রহম করুক। আমার এক ছেলেকে হারিয়েছি অনেক কষ্ট কিন্তু দুই ছেলেকে বড় (ভালো) চাকরি হওয়ায় সাঈদের মা খুব খুশি হয়েছে।

বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক মো. ইয়াসিন হোসেন পাভেল বলেন, আন্দোলনের শুরু থেকেই বসুন্ধরা গ্রুপ ছাত্রদের সহযোগিতা করে আসছে। আমরা অসুস্থদের সহযোগিতা, হাসপাতালে হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়া এবং সহযোগিতা করে আসছি।

তিনি বলেন, আমাদের চেয়ারম্যান আকাঙ্ক্ষা ছিল যে শহীদ আবু সাঈদের পরিবারকে সহযোগিতা করার। আমরা আজ তার দুই ভাইকে নিয়োগপত্র দিয়েছি। আমরা তাদের সঙ্গে নিয়ে রংপুর এলাকার মানুষের জন্য কাজ করব। পরে যে কোনো সমস্যায় শহীদ আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, অনেকে আশ্বাস দিয়েছেন কিন্তু কেউ চাকরি দেয়নি। তারা আমাদের দুই ভাইকে চাকরি দিয়েছে। আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃতজ্ঞ।

ছোট ভাই আবু হোসেন বলেন, আমাদের চাকরি দিতে তারা আমাদের বাড়িতে এসেছেন, আমাদের খোঁজ নিয়েছেন এবং আমাদের বাবার হাতে আমাদের কর্মসংস্থানের কাগজ তুলে দিয়েছেন, আমরা খুশি। এ জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।

শহীদ আবু সাঈদের স্বজন মাহমুদুল হাসান বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে প্রথম বুকে পেতে দিয়ে শহীদ হয়েছেন আবু সাঈদ। এই আত্মদান স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু তার পরিবারটি অসচ্ছল-অভাবী। তাদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা মনে করি, বসুন্ধরা অনেক ভালো একটি কাজ করেছে। এমন অসহায় পরিবারের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়ানোয় আমরাও তাদের প্রতি কৃতজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মগবাজারের সেই ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগের বিষয়ে যা বললেন ফারুক

ভারত-পাকিস্তান : যুদ্ধে কে কত ভুয়া তথ্য ছড়িয়েছে

ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন : আপিল বিভাগ

গারো পাহাড়ে বুবলীর শুটিং, প্রতিবাদ জয়ার 

৩৩ বার পেছাল জিকে শামীমের জামিন শুনানি 

কালবেলায় সংবাদ প্রকাশ, বিএমইটিতে অভিযান চালাচ্ছে দুদক

ঝালকাঠিতে ভারি বৃষ্টিপাত, বেড়েছে ভোগান্তি

ফ্রিতে ২ লাখ টাকার প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

সাগরে নিম্নচাপটি কোন বন্দর থেকে কত দূরে

১০

দলীয় নেতাকর্মীদের কঠোর বার্তা দিলেন জামায়াত আমির

১১

আশুলিয়ায় হা-মীম গ্রুপের পোশাক কারখানায় আগুন

১২

মেসি-সুয়ারেজ ঝলকে জয়ে ফিরল ইন্টার মায়ামি

১৩

সাগরে নিম্নচাপ, অভ্যন্তরীণ যেসব নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১৪

রাণীশংকৈলে বিএনপি নেতা আইনুল হকের জানাজা সম্পন্ন 

১৫

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

বিসিবি সভাপতির পদ ছাড়ছেন ফারুক!

১৭

আ.লীগ নেতার বাড়িতে ছয়জনের মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

১৮

১৬ জেলায় অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

১৯

বিএনপির নতুন ক্যাম্পেইন / ‘ইন্টেরিম রিমেম্বার, ইলেকশন ইন ডিসেম্বর’ 

২০
X