জবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জবি প্রশাসনের বিবৃতিতে শিক্ষার্থীদের ক্ষোভ, ফেসবুকে সমালোচনার ঝড়

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের তিন দফা আন্দোলনে জনদুর্ভোগ হতে পারে এমন কার্যক্রম থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রশাসনের এই বিবৃতিকে ‘দায়সারা’ উল্লেখ করে ফেসবুকে ক্ষোভ জানাচ্ছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক মুহাম্মদ আনওয়ারুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিবৃতি দেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম বিবৃতিতে দায়সারা উল্লেখ করে ক্ষোভ জানান শিক্ষার্থীরা।

বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের বিষয়ে শিক্ষার্থীদের উত্থাপিত ৩টি যৌক্তিক দাবিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচকভাবে দেখে। প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে দেওয়ার লক্ষ্যে নতুন প্রশাসন প্রয়োজনীয় কাজ করে যাচ্ছে। তবে এসব কাজ যৌক্তিকভাবেই কিছুটা সময়সাপেক্ষ। বর্তমান সরকারও আমাদের প্রচেষ্টার অংশ হিসেবে ইতোমধ্যে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করেছে এবং অন্যান্য বিষয়েও সরকার আন্তরিক। এক্ষেত্রে জনসমর্থনও আমাদের অতীব কাম্য। বিধায়, জনদুর্ভোগ হতে পারে এমন কার্যক্রম থেকে শিক্ষার্থীদের বিরত থাকার জন্য আহ্বান জানানো হলো। উল্লেখ্য যে, নতুন প্রশাসন প্রকল্পসংক্রান্ত সকল তথ্য-উপাত্ত নিয়মিত ব্যবধানে প্রকাশ করবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর বিপরীতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন মিয়া ফেসবুকে লেখেন,‘বিবৃতি দেওয়া বাদ দিয়ে কাজ করে দেখান শিক্ষার্থীরা বিবৃতি শুনতে চায় না। কাজ দেখতে চায়।’

জিলন ওমর ফারুক ফেসবুকে সমালোচনা করে লেখেন, ‘৮ বছর ধরে এভাবে মুলা ঝুলানো হয়েছে, প্রশাসনের মুলা ঝুলানিতে এবার আর থামছি না আমরা। জনদুর্ভোগ এর কথা চিন্তা করলে ’২৪-এর জুলাই বিপ্লব কখনোই সম্ভব হতোনা।’

আরিয়ান ইসলাম কামরান বলেন, ‘গত ৬ বছরেও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো, ফলাফল আবাসন শূন্য! এসব কথা বলে লাভ নেই, দ্বিতীয় ক্যাম্পাসের ফয়সালা রাজপথেই হবে!’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বিবৃতির প্রেক্ষিতে আন্দোলনের মুখপাত্র পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌসিব মাহমুদ সোহান বলেন, ‘প্রশাসন কি ঘোষণা দিলো না দিল এতে আমাদের কিছু আসে যায় না। শিক্ষামন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এটা আমাদের যৌক্তিক দাবি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ, নিহত ৭৯

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

ভাগ্য বদলে দিল কেঁচো

স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না, ইসলাম যা বলে 

জয়া নন, রেখার ‘সতিন’ হতে চেয়েছিলেন অন্য এক অভিনেত্রী

দক্ষিণ কোরিয়ায় টানা বৃষ্টিতে ১৮ জনের মৃত্যু

১৬ একরের এই পদ্মবিলে পর্যটকই ‘অভিশাপ’

মুশফিকুল ফজল আনসারীকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

বার্সায় কোন জার্সি নম্বর বেছে নেবেন রাশফোর্ড?

১০

ঢাকাসহ ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১১

রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন মাদ্রাসাশিক্ষার্থীরা

১২

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৩

ফিটনেস নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর ক্ষুব্ধ নেইমার

১৪

ঘনিষ্ঠ দৃশ্যে খুশি নন ইমরান হাশমির স্ত্রী

১৫

সকালের কিছু জাদুকরী অভ্যাস আপনার দিনকে করবে আরও কার্যকরী

১৬

ইমামতির টাকা জমিয়ে হেলিকপ্টারে চড়ে রাজকীয় বিয়ে

১৭

২১ জুলাই : হাইকোর্টের রায় বাতিল ও দেশজুড়ে ব্যাপক সংঘর্ষের দিন

১৮

মিরপুরের পিচে ক্ষুব্ধ পাকিস্তান কোচ

১৯

পারমাণবিক উত্তেজনার মধ্যে মস্কোয় ইরান-রাশিয়ার বৈঠক

২০
X