জবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জবি প্রশাসনের বিবৃতিতে শিক্ষার্থীদের ক্ষোভ, ফেসবুকে সমালোচনার ঝড়

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের তিন দফা আন্দোলনে জনদুর্ভোগ হতে পারে এমন কার্যক্রম থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রশাসনের এই বিবৃতিকে ‘দায়সারা’ উল্লেখ করে ফেসবুকে ক্ষোভ জানাচ্ছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক মুহাম্মদ আনওয়ারুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিবৃতি দেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম বিবৃতিতে দায়সারা উল্লেখ করে ক্ষোভ জানান শিক্ষার্থীরা।

বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের বিষয়ে শিক্ষার্থীদের উত্থাপিত ৩টি যৌক্তিক দাবিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচকভাবে দেখে। প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে দেওয়ার লক্ষ্যে নতুন প্রশাসন প্রয়োজনীয় কাজ করে যাচ্ছে। তবে এসব কাজ যৌক্তিকভাবেই কিছুটা সময়সাপেক্ষ। বর্তমান সরকারও আমাদের প্রচেষ্টার অংশ হিসেবে ইতোমধ্যে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করেছে এবং অন্যান্য বিষয়েও সরকার আন্তরিক। এক্ষেত্রে জনসমর্থনও আমাদের অতীব কাম্য। বিধায়, জনদুর্ভোগ হতে পারে এমন কার্যক্রম থেকে শিক্ষার্থীদের বিরত থাকার জন্য আহ্বান জানানো হলো। উল্লেখ্য যে, নতুন প্রশাসন প্রকল্পসংক্রান্ত সকল তথ্য-উপাত্ত নিয়মিত ব্যবধানে প্রকাশ করবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর বিপরীতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন মিয়া ফেসবুকে লেখেন,‘বিবৃতি দেওয়া বাদ দিয়ে কাজ করে দেখান শিক্ষার্থীরা বিবৃতি শুনতে চায় না। কাজ দেখতে চায়।’

জিলন ওমর ফারুক ফেসবুকে সমালোচনা করে লেখেন, ‘৮ বছর ধরে এভাবে মুলা ঝুলানো হয়েছে, প্রশাসনের মুলা ঝুলানিতে এবার আর থামছি না আমরা। জনদুর্ভোগ এর কথা চিন্তা করলে ’২৪-এর জুলাই বিপ্লব কখনোই সম্ভব হতোনা।’

আরিয়ান ইসলাম কামরান বলেন, ‘গত ৬ বছরেও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো, ফলাফল আবাসন শূন্য! এসব কথা বলে লাভ নেই, দ্বিতীয় ক্যাম্পাসের ফয়সালা রাজপথেই হবে!’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বিবৃতির প্রেক্ষিতে আন্দোলনের মুখপাত্র পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌসিব মাহমুদ সোহান বলেন, ‘প্রশাসন কি ঘোষণা দিলো না দিল এতে আমাদের কিছু আসে যায় না। শিক্ষামন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এটা আমাদের যৌক্তিক দাবি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, যেভাবে দেখবেন

আইন মন্ত্রণালয়ে নতুন দুই যুগ্ম সচিবের নিয়োগ

সংগীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে শিক্ষক নিয়োগ জনআকাঙ্ক্ষা পরিপন্থি : আজহারি

প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে উত্তাল চবি

অচেনা ধনকুবেরের কোটি টাকার উত্তরাধিকারী নেইমার!

সাতক্ষীরায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা শুরু

নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই : দুদু

জবি ক্যাম্পাস সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাসস্ট্যান্ড সরানোর দাবিতে মানববন্ধন 

নির্বাচনের সাড়ে ৩ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য

নদীর পানির দাবিতে চিংড়ি ও কাঁকড়া চাষিদের মানববন্ধন

১০

শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে : আমীর খসরু 

১১

নিজের উত্তরসূরিকে প্রকাশ্যে আনলেন কিম?

১২

ইসরায়েলের সঙ্গে চুক্তি ভাঙার হুঁশিয়ারি দিল এক মুসলিম দেশ

১৩

দুর্নীতি মামলা / বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন নামঞ্জুর 

১৪

দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে বিরাট সম্মানের : মেহজাবীন

১৫

নির্বাচন ঠেকানো সম্ভব নয় : ফারুক

১৬

কম পানি খেলে কি সত্যিই কিডনিতে পাথর হয়? যা বলছে গবেষণা

১৭

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের

১৮

চিলির বিপক্ষে মারাকানায় যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

১৯

দেশে আসছে ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’

২০
X