শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবের থিমে দেশের সবচেয়ে বড় বিতর্ক প্রতিযোগিতা 

সার্জেন্ট জহুরুল হক স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা
সার্জেন্ট জহুরুল হক স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ডিবেট সংগঠন ‘হাউজ অব ডিবেটরস’ আয়োজন করেছে ‘স্যাভয় প্রেজেন্টস ৮ম শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’। আয়োজকরা দাবি করছেন, জুলাই বিপ্লবের থিমে এটাই দেশের সবচেয়ে বড় বিতর্ক প্রতিযোগিতা।

গত ১৪, ১৫ ও ১৬ নভেম্বর তিন দিনব্যাপী চলমান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫৮টি দল। প্রতিযোগিতায় দেশ ও বহির্বিশ্বের চলমান ইস্যু, ছাত্ররাজনীতির ভবিষ্যৎ, মানবসভ্যতার ধারাবাহিকতায় আজকের সংকট, অর্থনৈতিক নীতিমালা ইত্যাদি বিষয়ে বিতার্কিকরা বৈচিত্র্যময়ী চিন্তাধারা প্রয়োগ করে বহুমাত্রিকতা দান করেন।

স্কুল-কলেজ পর্যায়ের ফাইনাল বিতর্কের বিষয়বস্তু ছিলো: ‘এই সংসদ বাংলাদেশের আগামী নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সমর্থন করবে’। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব এই বিতর্কে জয়ী হয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনাল বিতর্কের বিষয়বস্তু ছিলো: ‘এই সংসদ বিশ্ববিদ্যালয়ে জাতীয় রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করাকে সমর্থন করে’। কবি জসিম উদ্দিন হল ডিবেট ক্লাব এই বিতর্কে জয়ী হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট পলিসি সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।

তিনি সিভিল সার্ভিসে যোগদান করতে বিতার্কিকদের উৎসাহ প্রদান করেন। তিনি মনে করেন, পলিসি মেকিংয়ে ডিবেটারদের অংশগ্রহণ দেশকে এগিয়ে নিয়ে যাবে।

আয়োজনের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা বলেন, শীতকালের এই বিশেষ সন্ধ্যায় কিছু তরুণ অন্যদের থেকে আলাদা করে চিন্তা করেছে। তারা সত্যকে প্রতিষ্ঠার চেষ্টায় লিপ্ত ন্যায়বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠার পথে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া স্পিরিট ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট ড. ফারুক শাহ বলেন, মানব ইতিহাসে যৌক্তিক আচরণের অভাবের কারণে সব সমস্যার তৈরি হয়েছে। দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য র‍্যাশনালিটি, রিজনিং, নৈতিকতার মানদণ্ড বোঝা প্রয়োজন। তিনি হাউজ অব ডিবেটরস এর মধ্যে এসব গুনাবলীর চর্চা দেখতে পান।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সভাপতি অর্পিতা গোলদার বিতর্ক প্রতিযোগিতার সময়ানুবর্তিতা অনুসরণ ও বিতার্কিকদের সার্বিক সন্তুষ্টিকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে আয়োজনের প্রশংসা করেন।

সবশেষে হাউজ অফ ডিবেটরর্সের সভাপতি মোনেম শাহরিয়ার অন্তু জানান, বিতর্কের মোশন (বিতর্কের বিষয়) কোয়ালিটি ছিল উঁচুমানের। কারও পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি। সর্বোপরি আয়োজন সফল হয়েছে বলে জানিয়ে এই বছরের আয়োজনের সমাপনী ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, প্রতিযোগিতায় প্রত্যেক চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা আর রানার আপ দলকে ৭ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১০

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১১

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১২

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৩

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৪

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১৫

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৬

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৭

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৮

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৯

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

২০
X