বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। ছবি : কালবেলা
আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে ভিড় জমায়। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়।

জেলা প্রশাসক বলেন, এই অসাধারণ সবুজ সুন্দর ক্যাম্পাসে আয়োজিত এই অনন্য এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিনের সুনামখ্যাত এই বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েদের ভবিষ্যৎ আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আশা করি। এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় বলেন, আর পি সাহা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্ন বিনির্মাণে সবসময় পাশে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের উন্নত ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া আরও বক্তব্য রাখেন সরকারি আদমজীনগর এম ডাব্লিও কলেজের অধ্যক্ষ মো. সোলায়মান খন্দকার, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ড. বিমল চন্দ্র দাস এবং ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ, হাজী মিসির আলী কলেজ, সরকারি হরগঙ্গা কলেজ, প্রফেসর ড. আইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষসহ উক্ত কলেজসমূহের শিক্ষকমন্ডলী।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমুদিন ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক মহাবীর পতি, আরপিএসইউ এর কোষাধ্যক্ষ প্রফেসর ড. রবীন্দ্র নাথ শীল, ব‍্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. গোপাল চন্দ্র সাহা, প্রকৌশল অনুষদের ডিন ড. কিংকর প্রসাদ ঘোষ, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো নাজমুল হাসান, কুমুদিনী স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শেখ আব্দুর রহিম, আইন ও মানবাধিকার বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, প্রক্টর কাজী লতিফুর রেজা, রেজিস্ট্রার সরকার হিরেন্দ্র চন্দ্র, ডেপুটি রেজিস্ট্রার অমিত রায় এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা মো. আসাদুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী।

অনুষ্ঠানে পাঁচ শতাধিকের বেশি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। আলোচনাসভা শেষে আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করে মেধাবী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১০

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১১

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১২

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৩

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৪

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৫

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

১৬

‘আল্লাহ, তুই দেহিস’ / সেই বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় আসামি গ্রেপ্তার

১৭

গানপাউডারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

১৮

চট্টগ্রামে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ১৪ হাজারের বেশি আনসার-ভিডিপি

১৯

গর্ভাবস্থায় নারীদের বমি-বমি ভাবের ‘আসল রহস্য’ জানালেন গবেষকরা

২০
X