কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ। ছবি : কালবেলা
বাংলাদেশ ইউনিভার্সিটিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ। ছবি : কালবেলা

নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি তাদের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে নবাগত শিক্ষার্থীদের এক পরিচিতি সভার আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন- বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. (অব.) মো. মাহবুবুল হক।

নবীন শিক্ষার্থীদের ইউনিভার্সিটির বিভিন্ন নিয়মনীতি সম্পর্কে অবহিত করেন সিনিয়ার সহকারী রেজিস্ট্রার মো. মশিউর রহমান।

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম নবীনদের উদ্দেশে বলেন, ‘জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার জন্য নেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার প্রশংসা করে তা কাজে লাগানোর জন্য নবাগত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।’

এ সময় বিভাগীয় প্রধানরা অনুষ্ঠানে স্ব স্ব বিভাগের পরিচিতি তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

সভাপতির ববক্তৃতায় প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি মান সম্পন্ন শিক্ষায় বিশ্বাসী। যে শিক্ষার মাধ্যমে তারা উজ্জ্বল জীবন গড়তে সক্ষম হয়, সে উদ্দেশ্যই বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠা করা হয়েছে।

অনুষ্ঠানে অন্য বক্তারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিগ্রির জন্য বাংলাদেশ ইউনিভার্সিটিকে বেছে নেওয়ার জন্য নবাগত শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তারা বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছে অনেক শিক্ষার্থী। এটা শুধু বাংলাদেশ ইউনিভার্সিটির অর্জন নয় বরং তা পুরো দেশের জন্য গৌরবের। শিক্ষার্থীরাই আমাদের প্রেরণা এবং তাদের নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির স্বপ্ন ও পথচলা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্প্রতি অনুষ্ঠিত কাজী আজহার আলী মেমোরিয়াল ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জি. এমএ গোলাম দস্তগীর। ডিনদের পক্ষ থেকে নবাগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান ফ্যাকাল্টি অব বিজনেস ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব সাইন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুর রহমান খান এবং ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সাইন্স অ্যান্ড ল’ অনুষদের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইউনিভার্সিটির ফল সেমিস্টারে ভর্তিকৃত প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী এই নবীনবরণ প্রোগ্রামে অংশগ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় মানুষের অভিমান ভেঙে ফেলুন সহজ কিছু উপায়ে

ইসলামী সংগীত গাইলেন ইউটিউবার সাইদুল হাসান

টঙ্গীতে ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ 

ভারতে আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হিসেবে যাদের নাম আলোচনায়

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি

দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা

চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউনে মিলল টিসিবির বিপুল তেল

‘বাদল ভাই, আপনার মৃত্যুতে শোকাহত অনেক’

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার তালিকায় সাকিবের অবস্থান কত

ডাকসুর ভিপি প্রার্থী আবিদুলকে নিয়ে অপপ্রচার

১০

বাচসাস পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই

১১

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সপ্তাহে দুদিন ছুটি

১২

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না : সারজিস

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

১৪

শত শত গাছ আর হাজারের বেশি ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল 

১৫

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মনোয়ারুল কাদির বিটু

১৬

বন্ধুকে বাড়িতে এনে খাওয়ায় নাজমুল, এরপর কুপিয়ে হত্যা

১৭

সিনেমার নায়ক থেকে জনতার নায়ক: থালাপতি বিজয়ের রাজনীতিতে অভিষেক

১৮

মেনস্ এশিয়া কাপের জন্য বাংলাদেশের জার্সি উন্মোচন

১৯

পর্যটক পরিচয়ে রুম বুকিং, অতঃপর...

২০
X