ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে গ্যাস ক্রোমাটোগ্রাফি ল্যাবরেটরি উদ্বোধন

বায়ুর গুণগতমান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্)-এ একটি অত্যাধুনিক গ্যাস ক্রোমাটোগ্রাফি ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। ছবি : কালবেলা
বায়ুর গুণগতমান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্)-এ একটি অত্যাধুনিক গ্যাস ক্রোমাটোগ্রাফি ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। ছবি : কালবেলা

বায়ুর গুণগতমান উন্নয়ন এবং পরিবেশ দূষণরোধ বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্)-এ একটি অত্যাধুনিক গ্যাস ক্রোমাটোগ্রাফি ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাবরেটরি উদ্বোধন করেন।

যৌথ সহযোগিতামূলক গবেষণা প্রকল্পের আওতায় জাপানের এজেআই-সিএলই কোম্পানি লিমিটেড এবং রাইয়োবি সিস্টেমস কোম্পানি লিমিটেড এই ল্যাবে একটি ‘গ্যাস ক্রোমাটোগ্রাফ মেশিন’ উপহার দেয়।

কারস’র পরিচালক অধ্যাপক ড. মো. আবদুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো.আখতার হোসেন খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, এজেআই-সিএলই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. তাইচি ওয়াতানাবে এবং রাইয়োবি সিস্টেমস কোম্পানি লিমিটেড-এর প্রতিনিধি মি. ইমরানুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বায়ুদূষণের মাত্রা বিবেচনায় বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে ঢাকার অবস্থান শীর্ষে। কার্বন নিঃসরণ হ্রাস, বায়ুর গুণগত মান বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে অত্যাধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী ধারণা ও প্রকল্প নিয়ে আমাদের ভাবতে হবে। কারস এবং জাপানের দুই প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিবেশ দূষণ রোধসহ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্যাস ক্রোমাটোগ্রাফ মেশিন স্থাপনে সহযোগিতা করায় জাপানের দুই প্রতিষ্ঠানকে তিনি ধন্যবাদ জানান।

উল্লেখ্য, যৌথ সহযোগিতামূলক গবেষণা প্রকল্পের আওতায় কারস জাপানের এজেআই-সিএলই কোম্পানি লিমিটেড এবং রাইয়োবি সিস্টেমস কোম্পানি লিমিটেড-এর সঙ্গে বাংলাদেশে বিভিন্ন বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। অল্টারনেট ওয়েট এন্ড ড্রাইং (এডব্লিউডি) সেচ পদ্ধতির অনুশীলনের মাধ্যমে কম পানি ব্যবহার করে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি, পানি সম্পদ সংরক্ষণ, মিথেন গ্যাসের নির্গমন কমানোসহ কৃষি উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে এই গবেষণা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুসকেটস–আলবার বিদায়ক্ষণে মেসির ‘আরেক ফিনালিসিমা’

ব্রাকসু নির্বাচনে ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্স বাতিলের আবেদন

পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

বিশ্বকাপ ড্র ঘিরে আলোচনায় বাবা ভাঙার ‘উদ্বেগজনক’ ভবিষ্যদ্বাণী

ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের কড়া সমালোচনায় নরওয়ে

অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির শরীয়তপুর গড়ে তুলব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

১০

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

১১

ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই চলে গেলেন গুম হওয়া ছাত্রদল নেতার বাবা

১২

পূজা পরিষদ ও পূজা কমিটির মতবিনিময় / সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনসহ ৯ দাবি

১৩

‘এনসিপি সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব’

১৪

নিজ ফ্ল্যাটেই মিলল নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ

১৫

শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি : মান্নান

১৬

কোন দেশের হাতে বিশ্বকাপ দেখতে চান গার্দিওলা?

১৭

মহানবীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

১৮

কড়াইলের দুর্গতদের পাশে আনসার-ভিডিপির ৯ দিনের মানবিক সেবা কার্যক্রম সমাপ্ত

১৯

স্টার্কের দাপটে ব্রিসবেনে হারের পথে ইংল্যান্ড

২০
X