

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ‘দোয়া মাহ্ফিল’ করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্র।
রোববার (৭ ডিসেম্বর) বাদ মাগরিব আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)।
এছাড়াও এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স- এ্যাব এর সদস্য প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, আইইবির ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এটিএম তানবীর-উল হাসান (তমাল), আইইবির ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, আইইবির ভাইস-প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, আইইবির সহকারী সাধারণ সম্পাদক (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, আইইবি, ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন এবং ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) প্রকৌশলী মো. কামরুল হাসান (উজ্জ্বল)।
এছাড়াও আইইবির কেন্দ্রীয় কাউন্সিল, আইইবি বিভাগীয় কমিটি, আইইবি ঢাকা কেন্দ্রের কাউন্সিল সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রকৌশলীবৃন্দ উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিত সকলে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মহান রবের নিকট দোয়া করেন।
মন্তব্য করুন