ববি প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সেশনজট নিরসনে দ্রুত ফলাফল প্রকাশের নির্দেশ ববি উপাচার্যের

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেছেন, সেশনজট দূর করার জন্য দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে ইতোমধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে প্রশাসনিক ভবনের চারতলার শ্রেণিকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের গতিশীলতা কীভাবে আরও বৃদ্ধি করা যায় এবং সেক্ষেত্রে কি কি বিষয়কে প্রাধান্য দেওয়া প্রয়োজন এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে কোস্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাস্টার সায়েন্স করার অনুরোধ জানানি শিক্ষার্থীরা।

এছাড়াও কোর্স রিলেটেড শিক্ষক নিয়োগ, একাডেমিক ক্যালেন্ডার ও বার্ষিক পরিকল্পনা তৈরি করা। সেশনজট দূর করার জন্য দ্রুত পরীক্ষা ও রেজাল্ট প্রকাশের ব্যবস্থা করা, ফিল্ড ওয়ার্কের জন্য বিশ্ববিদ্যালয় থেকে পর্যাপ্ত বাজেটের ব্যবস্থা করা ও বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের অনুমতি দেওয়া, ক্লাসরুম সংকট দূরীকরণ, ল্যাবের সংখ্যা ও জনবল বৃদ্ধি, সিলেবাস অনুযায়ী রেফারেন্স বই লাইব্রেরিতে রাখা এবং গবেষণার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ রাখার অনুরোধ জানান।

বিভাগের নাম পরিবর্তনের ব্যাপারে উপাচার্য বলেন, গবেষণা কার্য ও উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে দেশ ও দেশের বাহিরের সাথে মিল রেখে এ বিভাগটির নামকরণ করার ব্যাপারে বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপাচার্য শুচিতা শরমিন বলেন, বিভাগের ফিল্ড ট্রিপের ব্যাপারে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমেই ফিল্ডওয়ার্কে সৃষ্ট সমস্যার দ্রুত সামধান করা হবে। সিলেবাস অনুযায়ী লাইব্রেরিতে বই রাখার ব্যাপারেও লাইব্রেরিয়ানকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপাচার্য আরও বলেন, আমাদের বহু স্বল্পতা রয়েছে। সবার সহযোগিতায় পর্যায়ক্রমে এগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। তিনি এ বিষয়ে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. এটিএম রফিকুল ইসলামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রীয় নয়, নিজ নিজ শিক্ষা বোর্ডে প্রকাশ হবে এসএসসির ফল

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

চীন সফরে যাচ্ছে জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

উদ্বোধনের আগেই ভেসে গেল নবনির্মিত সড়ক

মধ্যপ্রাচ্যে আরও ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে অস্ত্রের মজুত

ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৭ ভাই-ভাতিজা গ্রেপ্তার

সিরিজ হারের পরও আশাবাদী মিরাজ

১৫ কিমি দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব 

১০

ইইউর অভিযানে চীনের বিরুদ্ধে জার্মানির ভয়ংকর অভিযোগ

১১

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

১২

অডিও যাচাই করল বিবিসি / আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন হাসিনা

১৩

ঠান্ডা পানি কি শরীরের জন্য ক্ষতিকর? কী বলছেন চিকিৎসকরা

১৪

ফেনীতে ভয়াবহ বন্যা পরিস্থিতি

১৫

বিবিসির অনুসন্ধানে উঠে এলো যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের চিত্র

১৬

টিভিতে আজকের খেলা

১৭

আঙুল ফোটানো কি সত্যিই ক্ষতিকর? কী বলছে চিকিৎসাবিজ্ঞান

১৮

অস্ত্র ঠেকিয়ে স্কুলছাত্রকে অপহরণ

১৯

সৌদি আরবে মাদক পাচারের অপরাধে ৬০০ জনের মৃত্যুদণ্ড, বেশিরভাগই বিদেশি

২০
X