বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২
ববি প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সেশনজট নিরসনে দ্রুত ফলাফল প্রকাশের নির্দেশ ববি উপাচার্যের

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেছেন, সেশনজট দূর করার জন্য দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে ইতোমধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে প্রশাসনিক ভবনের চারতলার শ্রেণিকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের গতিশীলতা কীভাবে আরও বৃদ্ধি করা যায় এবং সেক্ষেত্রে কি কি বিষয়কে প্রাধান্য দেওয়া প্রয়োজন এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে কোস্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাস্টার সায়েন্স করার অনুরোধ জানানি শিক্ষার্থীরা।

এছাড়াও কোর্স রিলেটেড শিক্ষক নিয়োগ, একাডেমিক ক্যালেন্ডার ও বার্ষিক পরিকল্পনা তৈরি করা। সেশনজট দূর করার জন্য দ্রুত পরীক্ষা ও রেজাল্ট প্রকাশের ব্যবস্থা করা, ফিল্ড ওয়ার্কের জন্য বিশ্ববিদ্যালয় থেকে পর্যাপ্ত বাজেটের ব্যবস্থা করা ও বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের অনুমতি দেওয়া, ক্লাসরুম সংকট দূরীকরণ, ল্যাবের সংখ্যা ও জনবল বৃদ্ধি, সিলেবাস অনুযায়ী রেফারেন্স বই লাইব্রেরিতে রাখা এবং গবেষণার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ রাখার অনুরোধ জানান।

বিভাগের নাম পরিবর্তনের ব্যাপারে উপাচার্য বলেন, গবেষণা কার্য ও উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে দেশ ও দেশের বাহিরের সাথে মিল রেখে এ বিভাগটির নামকরণ করার ব্যাপারে বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপাচার্য শুচিতা শরমিন বলেন, বিভাগের ফিল্ড ট্রিপের ব্যাপারে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমেই ফিল্ডওয়ার্কে সৃষ্ট সমস্যার দ্রুত সামধান করা হবে। সিলেবাস অনুযায়ী লাইব্রেরিতে বই রাখার ব্যাপারেও লাইব্রেরিয়ানকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপাচার্য আরও বলেন, আমাদের বহু স্বল্পতা রয়েছে। সবার সহযোগিতায় পর্যায়ক্রমে এগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। তিনি এ বিষয়ে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. এটিএম রফিকুল ইসলামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ-৫ / মাসুদুজ্জামানের ক্যানভাসে জনতার প্রত্যাশা

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা চলবে বুধবার

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গ্রিল ভেঙে ঝুঁকি নিয়ে পারাপার

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

১০

খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন : রাশেদ

১১

২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি

১২

নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

১৩

‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না’

১৪

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন

১৫

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর

১৬

সাতক্ষীরায় শিক্ষকদের কর্মবিরতি, সংঘর্ষের ছবি নেওয়ায় শিক্ষার্থীদের মারমুখী আচরণ

১৭

শিক্ষকদের কৌশলে ভর্তি অনিশ্চিত শিক্ষার্থীদের

১৮

ইরাকে চাকরির বিষয়ে দূতাবাসের সতর্কতা

১৯

টেবিলে দাঁড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য, তুমুল সমালোচনা

২০
X