ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ই-সিগারেট নিষিদ্ধে প্রজ্ঞাপনের দাবিতে অর্ধশতাধিক সংগঠনের অবস্থান

জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচি থেকে ই-সিগারেট নিষিদ্ধে পদক্ষেপের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন ও সিদ্ধান্ত বাস্তবায়নে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। ছবি :  কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচি থেকে ই-সিগারেট নিষিদ্ধে পদক্ষেপের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন ও সিদ্ধান্ত বাস্তবায়নে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। ছবি : কালবেলা

কিশোর-তরুণদের নেশাগ্রস্ত করতে তামাক কোম্পানির নতুন মারণাস্ত্র ‘ই-সিগারেট’ নিষিদ্ধে পদক্ষেপের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন ও সিদ্ধান্ত বাস্তবায়নে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে অর্ধশতাধিক তামাকবিরোধী সংগঠন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সিটিএফকের গ্রান্টস ম্যানেজার আব্দুস সালাম মিয়া, ডাসের টিম লিড আমিনুল ইসলাম বকুল, উন্নয়ন সমন্বয়ের হেড অব প্রোগ্রাম মো. শাহিন-উল-আলম, অর্থনৈতিক গবেষণা ব্যুরোর প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল, ঢাকা আহ্‌ছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়ক শরিফুল আলম, টিসিআরসি-ডিআইইউর প্রজেক্ট কোঅর্ডিনেটর ফারহানা জামান লিজা, মানসের প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত, নারী মৈত্রীর প্রকল্প সমন্বয়কারী নাসরীন আক্তার, হার্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডা. অরুনা সরকার, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ। কর্মসূচিটি সঞ্চালনা করেন তামাক নিয়ন্ত্রণ কর্মী আবু রায়হান।

কর্মসূচিতে বক্তারা বলেন, ই-সিগারেট স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিধায় ৪২টি দেশে এটি নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি, সরকারের তরফ থেকে বাংলাদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্য তালিকায় ই-সিগারেট (ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম) অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সময়োপযোগী এ পদক্ষেপ জনস্বাস্থ্য উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে তামাকের নতুন মরণফাঁদ থেকে রক্ষা করবে। কিন্ত, মুনাফালোভী কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ই-সিগারেট সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। কূট-কৌশলের মাধ্যমে সরকারের শুভ উদ্যোগ বাধাগ্রস্ত করছে। শুধু মুনাফার লোভে তারা কিশোর-তরুণদের হাতে মরণপণ্য তুলে দিচ্ছে। মৃত্যু সওদাকারীদের অপচেষ্টার ঘোর বিরোধিতা এবং ধিক্কার জানানো হয় কর্মসূচি থেকে।

বক্তারা আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ই-সিগারেটকে মানবদেহের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছে। ইউএস সার্জন জেনারেল রিপোর্ট অনুযায়ী, ই-সিগারেট ব্যবহারে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ফুসফুসের ক্ষতির কারণ। জাপানে একটি সমীক্ষায় দেখা গেছে, ই-সিগারেট সাধারণ সিগারেটের চেয়ে ১০ গুণ বেশি ক্ষতিকর।

হংকং কাউন্সিল অন স্মোকিং অ্যান্ড হেলথের একটি গবেষণায় দেখা গেছে, ই-সিগারেটে যে সব উপাদান পাওয়া গেছে, সেগুলো শরীরের বিভিন্ন সেল বিকল করে দেয় এবং পরবর্তীতে ক্যানসারে রূপ নেয়। ই-সিগারেটের তরল মিশ্রণের (ই-লিকুইড) মধ্যে থাকে প্রোপেলিন গ্লাইকল, গ্লিসারিন, পলিইথিলিন গ্লাইকল, নানাবিধ ফ্লেভার ও নিকোটিন। এর ভয়াবহতা উপলব্ধি করে ইতোমধ্যে ৪২টি দেশ ই-সিগারেটকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আরও ৫৬টি দেশ ই-সিগারেট ক্রয়-বিক্রয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এজন্য ই-সিগারেট ব্যবসায়ীদের অপকৌশলে বিভ্রান্ত না হয়ে অনতিবিলম্বে দেশে ই-সিগারেট বন্ধের প্রজ্ঞাপন জারি করার জোর দাবি জানানো হয়। দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়।

বক্তাদের দাবি, সার্বিক জনস্বাস্থ্য বিবেচনায় সরকারের ই-সিগারেট নিষিদ্ধের সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানান। সরকারের এ ধরনের সিদ্ধান্ত রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে এবং তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। বক্তারা আরও বলেন, আমাদের বিশ্বাস শুধু দেশে নয়, তরুণ প্রজন্মের সুরক্ষায় সরকারের ই-সিগারেট নিষিদ্ধের এ ধরনের সময়োপযোগী সিদ্ধান্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি উদাহরণ সৃষ্টি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

৩ দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১০

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১১

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

১২

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

১৩

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের নেতৃত্ব জরুরি : মেয়র ডা. শাহাদাত

১৪

গভীর নলকূপে পড়া সেই শিশু উদ্ধার

১৫

১৪ বছর পর ঢাকা থেকে করাচি যাবে বিমানের ফ্লাইট 

১৬

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৩ শতাধিক নেতাকর্মী

১৭

খেলাপিদের নাম-ছবি প্রকাশ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে চায় ব্যাংকগুলো

১৮

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

২০
X