জাবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে টানা ২৮ ঘণ্টা অনশনে তিন শিক্ষার্থী, একজন অসুস্থ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

অনুষদের জন্য স্বতন্ত্র একাডেমিক ভবন বরাদ্দ ও পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং আইন অনুষদের ভর্তি পরীক্ষা ‘এফ’ ইউনিটে নেওয়ার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুরাতন প্রশাসনিক ভবনের সামনে টানা ২৮ ঘণ্টা ধরে অনশন কর্মসূচি পালন করছেন আইন অনুষদের তিন শিক্ষার্থী। অনশনরত এক শিক্ষার্থী ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা।

অনশনরত শিক্ষার্থীরা হলেন- আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মালিহা হাসান মাইশা ও একই ব্যাচের রফা রওনাক এবং ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান।

অনশনে থাকা শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র একাডেমিক ভবন, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে আমরা আন্দোলন করে আসছি। গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আমাদের নিয়ে আশানুরূপ কোনো সিদ্ধান্ত না আসায় আমরা আমরণ অনশনে বসেছি।

এদিকে অনশন চলাকালে সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাফা রওনাক। তাকে অ্যাম্বুলেন্সযোগে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

৫২ ব্যাচের শিক্ষার্থী ইফতেখার আকিব বলেন, আইন অনুষদের ৩ দফা দাবি নিয়ে গতকাল থেকে শুরু হওয়া আমরণ অনশনের ফলে আজ ৪৯তম আবর্তনের রফা রওনাক আপুর শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। বর্তমানে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী রফা রওনাক বলেন, দাবিগুলো নিয়ে প্রশাসন আমাদের সঙ্গে টালবাহানা করছে। আমাদের মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু মৌখিক আশ্বাসে আমরা সন্তুষ্ট নই। এর আগেও এমন আশ্বাস দেওয়া হয়েছে। যতক্ষণ না আমরা লিখিত আশ্বাস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত অনশন চালিয়ে যাব।

আরেক শিক্ষার্থী মো. আসাদুজ্জামান বলেন, আমাদের তিন দফা দাবির মধ্যে প্রথম ও তৃতীয় দাবি নিয়ে প্রশাসন এখন পর্যন্ত কোনো সদুত্তর না দেওয়ায় অনশন কর্মসূচি চলমান। দাবি না মানলে আজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শুরুর আগে আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেব।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আগের কোনো প্রশাসনই আইন ও বিচার বিভাগকে গুরুত্ব দিয়ে দেখেনি, কিন্তু আমরা দেখছি। আশা করি এ বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউল্যাবে অনুষ্ঠিত হলো বৃহত্তম মার্কেটিং সামিট 

থানার ব্যারাকে ধর্ষণের শিকার সেই নারী সতীনের সংসার করতে চান

খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাতে রাজনৈতিক আলোচনা হয়নি : ডা. জাহিদ

‘পরিবেশ সংরক্ষণ করেই মাছ উৎপাদন করতে হবে’

সমাজের বরণীয়দের সব সময় স্মরণে রাখতে হবে : অপর্ণা রায়

পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের

রাহুল গান্ধীকে চুমু যুবকের, অতঃপর...

৩৮ বছর পুরোনো যে রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ান স্পিনার

জুলাই যোদ্ধা ফারুকের গাল থেকে গুলি অপসারণ

ক্যানসারের চতুর্থ পর্যায়ে অভিনেত্রী তন্নিষ্ঠা

১০

পানি পানে এই ৪ ভুল করছেন? হতে পারে ভয়াবহ বিপদ

১১

রাবিতে নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে বিক্ষোভ

১২

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

১৩

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত দুই

১৪

মানুষ যত্রতত্র মলমূত্র ত্যাগ করে, অথচ কুকুরদের খাওয়ালেই যত দোষ: শ্রীলেখা

১৫

টানা ৬ ঘণ্টা ধরে জবি ভিসি ট্রেজারার প্রক্টরসহ কর্মকর্তারা অবরুদ্ধ 

১৬

৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

১৭

সাতক্ষীরায় প্রথমবারের মতো মেরুদণ্ডের জটিল অপারেশন সম্পন্ন

১৮

ফজলুর রহমানকে নিয়ে ছাত্রশিবিরের বিবৃতি, বিএনপির প্রতি আহ্বান

১৯

মিয়ানমারে ঐতিহাসিক রেলসেতু ভেঙে দিল বিদ্রোহীরা

২০
X