চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীর হাতে শারীরিকভাবে লাঞ্চনার শিকার হয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. কুরবান আলী। অভিযুক্ত আফসানা এনায়েত এমি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের ছাত্রী ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে এ ঘটনা ঘটে। সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের ‘নৌকা প্রতীক’ ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙতে গেলে হলটির নারী শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। এ সময়ে হলের নারী শিক্ষার্থী ও বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীদের মাঝে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার এক পর্যায়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কুরবান আলীর মুখে চড় মারেন শেখ হাসিনা হলের ছাত্রী আফসানা এনায়েত এমি।
ভুক্তভোগী সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কুরবান আলী বলেন, আমরা ওইদিন রাতে আমাদের দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনা হলে গিয়েছিলাম। আমরা তো কারো শত্রু না। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে জন্য হলের নারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা আমাদের কথা শুনতেই রাজি হয়নি। এর এক পর্যায়ে আফসানা এনায়েত ইমি নামের এক ছাত্রী আমার শরীরে আঘাত করে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আফসানা এনায়েত এমির মুটোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন