২০২২-২৩ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী ২৬ আগস্ট থেকে ক্লাস শুরু করতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলতে গিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন র্যাগিং নিয়ে কড়া হুঁশিয়ারি করেছেন।
কালবেলাকে তিনি বলেন, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) র্যাগিং বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। নবীন শিক্ষার্থীরা নির্ভয়ে বিশ্ববিদ্যালয়ে বিচরণ করতে পারবে। তবে র্যাগিংয়ের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের শুধু বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না, তারা যেন অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে পুলিশের হাতে সোপর্দ করা হবে।’
উপাচার্য আরও বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সর্বপ্রথম আলোকিত মানুষ হতে হবে। শুধু পড়ালেখা করলে হবে না, পড়ালেখার পাশাপাশি সামাজিক অঙ্গনে নিজেকে মুক্তভাবে বিচরণ করাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তবেই দেশ, জাতি তথা সকলের উন্নতি হবে।’
এর আগে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি, ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় বিষয়প্রাপ্ত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছে এবং যারা চূড়ান্ত মেধা তালিকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিষয়প্রাপ্ত (মেধাতালিকা ও কোটা) হয়েছে সেসব চূড়ান্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের ২৩ আগস্ট ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে এবং ২৬ আগস্ট থেকে ক্লাস শুরু হবে।
মন্তব্য করুন