শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাস। ছবি : কালবেলা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাস। ছবি : কালবেলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে মামলার আসামি মো. মোনায়েম হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে প্রশাসন।

মামলার এজাহারে বলা হয়, সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে শিক্ষার্থীরা ইলেকট্রনিকস ডিভাইস মেরামতের কাজে আমবটতলা এলাকার ‘মোনায়েম টেলিকম’ দোকানে যান। দোকানে ভিড় থাকার কারণে তারা নিজেরাই ডিভাইস খুলতে থাকেন। একপর্যায়ে একজন ছাত্রীর হাত সামান্য কেটে গেলে অভিযুক্ত দোকানি মোনায়েম তার হাত স্পর্শ করেন। এতে বিব্রত হয়ে ছাত্রী তার হাত সরিয়ে নেন। ছাত্রীরা এ আচরণের প্রতিবাদ জানালে তিনি ‘ওষুধ লাগানোর চেষ্টা’ করার অজুহাত দেন। কাজ শেষে দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় দোকানদার মোনায়েম ছাত্রীদের উদ্দেশে অশ্লীল ভাষায় কথাবার্তা বলেন।

এ দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত আহত শিক্ষার্থীদের দেখতে যান উপাচার্য, কোষাধ্যক্ষসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজার কমিটির সঙ্গে জরুরি বৈঠক রয়েছে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।

মামলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ উপপরিদর্শক (এসআই) দেবাশীষ হালদার বলেন, ইভটিজিংয়ে অভিযুক্ত মো. মোনায়েম হোসেনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার করে বুধবার (২৬ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যবিপ্রবির এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে প্রায় ২৭ জন শিক্ষার্থী, তিন সাংবাদিক ছাড়াও কয়েকজন শিক্ষক-কর্মকর্তা আহত হন।

আইপিই বিভাগের রোহান, গণিত বিভাগের তানজিল আল ফাহিম, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহাদ সৈকতসহ আরও অনেকে গুরুতর আহত হন।

পরে রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবরুদ্ধ করে রাখেন। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে প্রশাসন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আহত সব শিক্ষার্থীর চিকিৎসা খরচ বহনের আশ্বাস দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ গণমিছিল

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যসহ ২ জনের

রাজশাহীতে ৬০ হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

বাঙলা কলেজ ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

চবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘সামুদ্রিক মৎস্য ও নীল উদ্ভাবন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১০

অবৈধ ফোন বেচাকেনা নিয়ে বিটিআরসির নির্দেশ

১১

সংরক্ষিত বনের গাছ বিক্রির অভিযোগ বিট কর্মকর্তার বিরুদ্ধে

১২

আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই

১৩

‘১০ লাখ মোবাইল ফোনের আইএমইআই নম্বর একই’

১৪

প্রতিবন্ধী নারীর ভাতার টাকা যায় আ.লীগ নেতার পকেটে

১৫

নির্বাচন করবেন কি না জানালেন প্রেস সচিব

১৬

আবারও পেছাল বিপিএল

১৭

যে গ্রামে শত বছর ধরে টিকে আছে শাঁখারি শিল্প

১৮

শয়তানের নিশ্বাস ছড়িয়ে ধর্ষণ

১৯

স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে ধরা

২০
X