পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবিতে জাতীয় ব্যবসা উন্নয়নবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

পাবিপ্রবিতে জাতীয় ব্যবসা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা
পাবিপ্রবিতে জাতীয় ব্যবসা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা

দেশের ২২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মত ‘ব্যবসা বিষয়ক উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন’ বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান। সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূর উন নবী। বিজনেস ব্রিলিয়ান্স হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি ইন্ড্রাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আমিরুল ইসলাম।

এদিন সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল-আওয়াল সম্মেলনের উদ্বোধন করেন। এরপর আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল-আওয়াল বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের গবেষণা উন্নয়নের জন্য কাজ শুরু করি। আমরা অনুষদভিত্তিক জাতীয় সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করি। এর অংশ হিসেবে আজকে ব্যবসা শিক্ষা অনুষদের উদ্যোগে ২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে মানবিক ও সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, বিজ্ঞান, জীব ও ভূবিজ্ঞান অনুষদে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি এই সম্মেলনগুলো শিক্ষার্থীদের জ্ঞান আহরণের সুযোগ ও নতুন উদ্ভাবনী চিন্তা বাড়াতে সহায়ক হবে।’

সম্মেলনের মূল বক্তা অধ্যাপক ড. নূর উন নবী বলেন, ‘আমি এই সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। আমি নিজেকে একজন পেশাদার শিক্ষক মনে করি। আমি ছাত্রদের সাথে কথা বলতে পছন্দ করি। আমি আবার সুযোগ খুঁজবো এই ক্যাম্পাসে আসার। তখন আমি ছাত্রদের নিয়ে আরো বড় পরিসরে বসার চেষ্টা করবো। আজকের এই আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

আলোচনা পর্ব শেষে এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণাপত্রের প্রেজেন্টেশন হয়৷ সম্মেলনে ২২টি বিশ্ববিদ্যালয় থেকে ৫০টি গবেষণাপত্র জমা পড়ে, সেখানে ২৭টি গবেষণাপত্রের প্রেজেন্টেশন হয়।

বিকেলে ৪টায় একই স্থানে সেরা গবেষণাপত্র প্রেজেন্টেশনের পুরস্কার দেওয়া হয়। এরপর সভাপতির বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপনী ঘোষণা করা হয়। সম্মেলনের সভাপতি ড. আমিরুল ইসলাম বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে তরুণ গবেষক ও শিক্ষার্থীরা টেকসই ব্যবসার ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। এটি দেশের একাডেমিক ও শিল্পখাতের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি। এই সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি সম্মেলনের সমাপনী ঘোষণা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১০

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১১

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১২

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৩

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৪

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৫

বিজয় থালাপতি এখন বিপাকে

১৬

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৭

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৮

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৯

সুর নরম আইসিসির

২০
X