পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবিতে জাতীয় ব্যবসা উন্নয়নবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

পাবিপ্রবিতে জাতীয় ব্যবসা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা
পাবিপ্রবিতে জাতীয় ব্যবসা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা

দেশের ২২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মত ‘ব্যবসা বিষয়ক উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন’ বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান। সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূর উন নবী। বিজনেস ব্রিলিয়ান্স হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি ইন্ড্রাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আমিরুল ইসলাম।

এদিন সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল-আওয়াল সম্মেলনের উদ্বোধন করেন। এরপর আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল-আওয়াল বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের গবেষণা উন্নয়নের জন্য কাজ শুরু করি। আমরা অনুষদভিত্তিক জাতীয় সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করি। এর অংশ হিসেবে আজকে ব্যবসা শিক্ষা অনুষদের উদ্যোগে ২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে মানবিক ও সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, বিজ্ঞান, জীব ও ভূবিজ্ঞান অনুষদে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি এই সম্মেলনগুলো শিক্ষার্থীদের জ্ঞান আহরণের সুযোগ ও নতুন উদ্ভাবনী চিন্তা বাড়াতে সহায়ক হবে।’

সম্মেলনের মূল বক্তা অধ্যাপক ড. নূর উন নবী বলেন, ‘আমি এই সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। আমি নিজেকে একজন পেশাদার শিক্ষক মনে করি। আমি ছাত্রদের সাথে কথা বলতে পছন্দ করি। আমি আবার সুযোগ খুঁজবো এই ক্যাম্পাসে আসার। তখন আমি ছাত্রদের নিয়ে আরো বড় পরিসরে বসার চেষ্টা করবো। আজকের এই আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

আলোচনা পর্ব শেষে এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণাপত্রের প্রেজেন্টেশন হয়৷ সম্মেলনে ২২টি বিশ্ববিদ্যালয় থেকে ৫০টি গবেষণাপত্র জমা পড়ে, সেখানে ২৭টি গবেষণাপত্রের প্রেজেন্টেশন হয়।

বিকেলে ৪টায় একই স্থানে সেরা গবেষণাপত্র প্রেজেন্টেশনের পুরস্কার দেওয়া হয়। এরপর সভাপতির বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপনী ঘোষণা করা হয়। সম্মেলনের সভাপতি ড. আমিরুল ইসলাম বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে তরুণ গবেষক ও শিক্ষার্থীরা টেকসই ব্যবসার ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। এটি দেশের একাডেমিক ও শিল্পখাতের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি। এই সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি সম্মেলনের সমাপনী ঘোষণা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা বদরুজ্জামান মিন্টু চিরনিদ্রায় শায়িত

ঢাকা-১৩ আসনে ধানের শীষের সমর্থনে যুবদলের গণমিছিল

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

১০

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

১১

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

১২

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

১৩

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

১৪

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

১৫

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

১৬

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

১৭

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১৮

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

১৯

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

২০
X