পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লেকে শুরু হয়েছে মাছ ধরার উৎসব। বৃহস্পতিবার (০১ মে) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লেক থেকে প্রায় ২০ কেজি ওজনের একটি গ্রাস কার্প মাছ ধরেন, যা সবার নজর কেড়েছে।
হলের গার্ডে থাকা আনসার সদস্যরা জানান, ফজরের নামাজ শেষে হলের কয়েকজন শিক্ষার্থী বাইরে ঘুরতে বের হয়। সে সময় তারা লেকের সিঁড়ির পাশে কয়েকটি মাছ দেখতে পান। পরে তারা লেকে নেমে মাছ ধরতে শুরু করলে ধীরে ধীরে আরও শিক্ষার্থীরা এতে অংশ নেন। একপর্যায়ে পুরো লেকে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
একপর্যায়ে মাছ ধরার জন্য কেউ মশারি, কেউ টানা জাল নিয়ে লেকে নামেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ মাছ ধরার উৎসবে অনেকে গ্রাস কার্প, ব্রিগ হেড, সিলভার কার্প, সরপুঁটি ও তেলাপিয়া মাছ ধরতে সক্ষম হয়।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আলহাজ হোসেন বলেন, ‘সকালে আমরা কয়েকজন মিলে ফজরের নামাজ শেষে হলের দিকে আসি। এ সময় লেকে মাছ ভাসতে দেখি। পরে এক এক করে সবাই মাছ মারতে লেকে নেমে যাই।’
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু হুরায়রা মুন বলেন, ‘আমরা ২০ কেজি ওজনের একটা মাছ পাই। এটা প্রথমে ভাসতে দেখি। এরপর কয়েকজন মিলে ওই মাছটা ধরি। আমাদের দেখে হলের ছাত্ররা লেকে নামেন। সবাই কম বেশি মাছ পেয়েছে। সকাল বেলা এখানে একটা উৎসবের মতো ছিল।’
স্টেট শাখা ডেপুটি রেজিস্ট্রার সুজা উদ্দিন বলেন, ‘সকালে আমি শুনতে পাই শিক্ষার্থীরা লেকে মাছ ধরতে নেমেছে। গ্যাসের কারণে মূলত মাছ মরেছে। জায়গাটা বদ্ধ হওয়ার কারণে এখানে পানির কোনো প্রবাহ নেই যার কারণে গ্যাস জমেছে। আমরা দ্রুতই ওষুধ দিয়ে পানি গ্যাস মুক্ত করব। বর্ষায় লেকে নতুন করে মাছ ছাড়ার পরিকল্পনা আছে।’
মন্তব্য করুন