সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৭:০২ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে আকাশ ও স্থলপথ বন্ধ করল পাকিস্তান

দুই দেশের সীমান্তবর্তী এলাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের সীমান্তবর্তী এলাকা। ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে কয়েক দিন ধরে হামলা-পাল্টা হামলা চলছে। দুই দেশের মধ্যকার উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সব ধরনের আকাশ ও স্থলপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

সোমবার (১৬ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান প্রতিবেশী ইরানের সঙ্গে সব ধরনের আকাশ ও স্থলপথ বন্ধ করে দিয়েছে। রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের এ সিদ্ধান্তের ফলে সীমান্তের উভয় পাশে শত শত মানুষ আটকা পড়েছেন।

স্থানীয়দের আশঙ্কা, এমন পদক্ষেপের ফলে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কয়েকটি জেলায় খাদ্য ও তেলের সংকট দেখা দিতে পারে। এই অঞ্চল ইরানের সঙ্গে সীমান্তবর্তী এবং খাদ্য সরবরাহ ও চোরাই তেলের জন্য ইরানের ওপর নির্ভরশীল। পাকিস্তান ও ইরানের মধ্যে বেশ কয়েকটি স্থলপথের সংযোগ রয়েছে, যার মধ্যে চাগি জেলার তাফতান সীমান্ত এবং গোয়াদর জেলার গাবদ-রিমদান সীমান্ত উল্লেখযোগ্য।

বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শহিদ রিন্দ তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে সীমান্ত বন্ধের উদ্যোগ নেওয়ার পর পাকিস্তানও সীমান্ত বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, ইরানের উদ্যোগের পর দুই দেশের মধ্যে সব সীমান্ত ক্রসিং বাণিজ্য এবং পথচারী চলাচলের জন্য বন্ধ করা হয়েছে।

তিনি জানান, ইরানে আটকা পড়া পাকিস্তানি নাগরিকদের ফিরে আসার জন্য সীমান্ত খোলা রাখা হবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে নতুন কোনো প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানান, পাকিস্তান থেকে ইরানের বিভিন্ন শহর এবং ইরাকে চলাচলকারী বেশ কয়েকটি এয়ারলাইন্স ইতোমধ্যে আঞ্চলিক উত্তেজনার কারণে তাদের নিয়মিত ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

ইরানের সঙ্গে বেলুচিস্তানের সীমান্তবর্তী জেলাগুলো যেমন- তুর্বত, গোয়াদর, পাঞ্জগুর, চাগি, ওয়াশুক এবং মাশকাইল- তাজা শাকসবজি ও ফলমূলসহ বেশিরভাগ খাদ্য সরবরাহ ইরান থেকে পায়। সীমান্ত বন্ধের ফলে দিনমজুর শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা, যারা জীবিকা ও পারিবারিক সাক্ষাতের জন্য নিয়মিত সীমান্ত পারাপারের ওপর নির্ভরশীল, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গোয়াদরের বাসিন্দা বাশাম বালোচ আনাদোলুকে ফোনে বলেন, দাম বাড়তে শুরু করেছে, তবে এখনো পরিস্থিতি খুব গুরুতর নয়, কারণ এটি বন্ধের মাত্র দ্বিতীয় দিন। তবে তিনি সতর্ক করে বলেন, যদি সীমান্ত আরও কয়েক দিন বা সপ্তাহ বন্ধ থাকে, তাহলে সীমান্তবর্তী সব জেলায় তেল ও খাদ্যের সংকট দেখা দিতে পারে।

উল্লেখ্য, পাকিস্তান ও ইরানের মধ্যে ৯০৯ কিলোমিটার (৫৬৫ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে। এ সীমান্ত পথ বেলুচিস্তানকে ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশ থেকে বিচ্ছিন্ন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

জাল টাকার নোটসহ আটক ২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

১০

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

১১

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

১২

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১৩

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

১৪

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১৫

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

১৬

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

১৭

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

১৮

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

১৯

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

২০
X