কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০১:৩৫ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের মুখে কুয়েটের ভিসি-প্রোভিসিকে সরানোর সিদ্ধান্ত

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্যকে (প্রোভিসি) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২৩ এপ্রিল) রাতে শিক্ষাপ্রতিষ্ঠানটির চলমান সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েটে সাম্প্রতিক সংঘর্ষ, শিক্ষার্থীদের বিক্ষোভ, অনশন ও শৃঙ্খলাজনিত অচলাবস্থার কারণে উদ্ভূত পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে জানানো হয়েছে, খুব শিগগিরই একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে উপাচার্য এবং উপ-উপাচার্য পদে নতুন নিয়োগ দেওয়া হবে।

প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদল কর্মীদের সঙ্গে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জনের বেশি আহত হন। এরপর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়।

তবে ১৩ এপ্রিল শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরবর্তীতে ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এই পরিস্থিতিতে কুয়েটের ২৯ জন শিক্ষার্থী উপাচার্যের অপসারণের দাবিতে ২২ এপ্রিল থেকে আমরণ অনশনে বসেন। শিক্ষামন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের প্রতিনিধি দল অনশন ভাঙাতে গেলেও ব্যর্থ হন। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ভিসির পদত্যাগের আলটিমেটাম দেন।

এর আগে অধ্যাপক মাছুদ নিজে থেকে পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়ে বলেন, সরকার চাইলে পদ ছাড়ব, নিজে থেকে নয়। শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকেই তাকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে। একইসঙ্গে শিগগিরই স্থায়ী নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের প্রস্তুতিও চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোথায় যাবেন নেইমার, সিদ্ধান্ত জুন ১২’র পরেই

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

স্থানীয় প্রকল্পের পাওনা পরিশোধ ডলারে

কর্মসূচি স্থগিত, খুলছে সোনার দোকান

১৪ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরা যুবদল নেতার

জিএম কাদেরের বাসভবনে হামলা

জাপান সফরে ‘ইউনূস-ম্যাজিক!’

ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব : তারেক রহমান

কৃষির উন্নয়নে ‘কৃষক পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

১০

অসুস্থ মডেল মেঘনা, হাজির হননি আদালতে

১১

এনবিআর চেয়ারম্যানকে রাজস্ব ভবনে অবাঞ্ছিত ঘোষণা

১২

আদালতের রায়ে চেয়ারম্যান হলেন বিএনপি নেতা হাসান

১৩

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অফিসে এটিএম আজহার

১৪

সরকার নির্বাচনের ডেট না দিলে বিএনপিই দিয়ে দেবে : দুদু

১৫

গবেষণাবান্ধব শিক্ষা বাজেট দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৬

ফিলিস্তিনের আরও এলাকা দখল ইসরায়েলের

১৭

উপদেষ্টারা ক্ষমতার লোভে পড়ে গেছেন : আমিনুল হক 

১৮

চারদিকে অথৈ পানি, লোকালয়ে বনের হরিণ

১৯

অনাস্থার চিঠির জবাবে আদালতে যাওয়ার ইঙ্গিত ফারুকের

২০
X