চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

খতিবকে কোপানো সেই বিল্লাল বললেন ‘ভুল করেছি’

খতিবকে কোপানো সেই বিল্লাল বললেন ‘ভুল করেছি’

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শঙ্কামুক্ত রয়েছেন চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি এলাকার বাইতুল আমান জামে মসজিদের খতিব আ ন ম নুর রহমান মাদানী। তবে নিরাপত্তার কথা চিন্তা করে কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার নাম প্রকাশ করেননি তার ছেলে আফনান তকি।

শনিবার (১২ জুলাই) বিকেলে তার পিতা আশঙ্কামুক্ত বলে কালবেলাকে নিশ্চিত করেছেন আফনান।

তিনি জানান, সবার দোয়ায় আব্বা এখন আশঙ্কামুক্ত এবং ভালো আছেন। আমরা থানায় মামলা করেছি এবং দোষীর শাস্তির দাবি জানাচ্ছি। কিন্তু নিরাপত্তার স্বার্থে কোন হাসপাতালে আব্বাকে রেখেছি তার নাম বলতে চাচ্ছি না।

এর আগে হত্যার চিরকুট নিয়ে মসজিদে ঢুকে আ ন ম নুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে বিল্লাল নামে সবজি বিক্রেতা।

বিল্লাল স্বীকারোক্তি দিয়ে পুলিশকে বলেন, তাকে ছুরিকাঘাত করে কাজটি ভুল করেছি।

এদিকে নূর রহমান মাদানীকে নিয়ে সবজি বিক্রেতা বিল্লালের এমন অভিযোগ মানতে নারাজ স্থানীয় মুসল্লিসহ সংশ্লিষ্ট মসজিদের দায়িত্বরতরা। তারা বলছেন, বিল্লাল পূর্ব পরিকল্পিতভাবে এই মসজিদে অবস্থান করে। তার কাছে একটি হত্যার চিরকুটও ছিল। সে জায়নামাজে পেঁচিয়ে চাপাতি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খতিবকে কুপিয়ে রক্তাক্ত করার এ ঘটনা ঘটিয়েছে। নূর রহমান মাদানী প্রকৃতপক্ষে ইসলাম প্রচারকারীদের মধ্যে অন্যতম একজন এবং তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ ও এই এলাকার মুসল্লিদের মসজিদমুখী করতে নিবেদিত ব্যক্তি।

এ বিষয়ে চাঁদপুরের প্রফেসরপাড়া মোল্লা বাড়ি এলাকার বাইতুল আমান জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আলমাস মোল্লা বলেন, আহত খতিব নুর রহমান মাদানীকে চাঁদপুর ২৫০ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী এলাকার সন্তান। অপরদিকে হামলাকারী বিল্লাল চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়ন মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলির ছেলে। বর্তমানে সে শহরের বকুলতলা রেলওয়ে এলাকায় বসবাস করেন।

তিনি আরও বলেন, বিল্লালের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কেননা এই খতিব সাহেব এলাকার মানুষকে মসজিদমুখী করেছেন। বিল্লালের উদ্দেশ্য ও রহস্য দ্রুত পুলিশি তদন্তে বেরিয়ে আসবে প্রত্যাশা করছি।

এদিকে বিল্লালের বিরুদ্ধে থানায় মামলা করেছেন আহত খতিবের ছেলে আফনান।

বিল্লাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া। তিনি বলেন, বিল্লালের এমন কাণ্ডে চাঁদপুরসহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় চলছে। তবে বর্তমানে আহত খতিব নূর রহমান মাদানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে ও মামলার বাদী আফনান। আমরা পুরো বিষয়টি নিয়ে তদন্তকাজ অব্যাহত রেখেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডাবল বাগেল দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়নতেক

চায়ের আড্ডায় গিয়ে ‘ঝামেলায়’ সাবেক মন্ত্রী মান্নান

জমকালো আয়োজনে এনবিএর বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

মিরপুরে সাউন্ডবক্স বাজিয়ে অনুশীলনে আফিফরা

বিএনপি নেতা রফিকুল আলম মজনুর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আড়াই মাস পর ওবাইদুরের মরদেহ ফেরত দিল ভারত

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে লিটন, বিশ্বাস সিমন্সের

১০

‘সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কী করল’

১১

ইউনিয়ন বিএনপি নেতার পায়ুপথ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার

১২

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১৩

শিক্ষকের অনৈতিক প্রস্তাব-হুমকি, শরীরে আগুন দিলেন ছাত্রী

১৪

সকাল ৯টার মধ্যে ৮ বিভাগে ঝড়বৃষ্টির আভাস

১৫

আজই মা হতে পারেন কিয়ারা

১৬

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বেচাকেনায় চমক

১৭

শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

১৮

ভারতে পালাতে গিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

১৯

ব্যবসায়ীর গলায় ছুরি ধরে চাঁদা দাবি

২০
X