চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

খতিবকে কোপানো সেই বিল্লাল বললেন ‘ভুল করেছি’

খতিবকে কোপানো সেই বিল্লাল বললেন ‘ভুল করেছি’

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শঙ্কামুক্ত রয়েছেন চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি এলাকার বাইতুল আমান জামে মসজিদের খতিব আ ন ম নুর রহমান মাদানী। তবে নিরাপত্তার কথা চিন্তা করে কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার নাম প্রকাশ করেননি তার ছেলে আফনান তকি।

শনিবার (১২ জুলাই) বিকেলে তার পিতা আশঙ্কামুক্ত বলে কালবেলাকে নিশ্চিত করেছেন আফনান।

তিনি জানান, সবার দোয়ায় আব্বা এখন আশঙ্কামুক্ত এবং ভালো আছেন। আমরা থানায় মামলা করেছি এবং দোষীর শাস্তির দাবি জানাচ্ছি। কিন্তু নিরাপত্তার স্বার্থে কোন হাসপাতালে আব্বাকে রেখেছি তার নাম বলতে চাচ্ছি না।

এর আগে হত্যার চিরকুট নিয়ে মসজিদে ঢুকে আ ন ম নুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে বিল্লাল নামে সবজি বিক্রেতা।

বিল্লাল স্বীকারোক্তি দিয়ে পুলিশকে বলেন, তাকে ছুরিকাঘাত করে কাজটি ভুল করেছি।

এদিকে নূর রহমান মাদানীকে নিয়ে সবজি বিক্রেতা বিল্লালের এমন অভিযোগ মানতে নারাজ স্থানীয় মুসল্লিসহ সংশ্লিষ্ট মসজিদের দায়িত্বরতরা। তারা বলছেন, বিল্লাল পূর্ব পরিকল্পিতভাবে এই মসজিদে অবস্থান করে। তার কাছে একটি হত্যার চিরকুটও ছিল। সে জায়নামাজে পেঁচিয়ে চাপাতি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খতিবকে কুপিয়ে রক্তাক্ত করার এ ঘটনা ঘটিয়েছে। নূর রহমান মাদানী প্রকৃতপক্ষে ইসলাম প্রচারকারীদের মধ্যে অন্যতম একজন এবং তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ ও এই এলাকার মুসল্লিদের মসজিদমুখী করতে নিবেদিত ব্যক্তি।

এ বিষয়ে চাঁদপুরের প্রফেসরপাড়া মোল্লা বাড়ি এলাকার বাইতুল আমান জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আলমাস মোল্লা বলেন, আহত খতিব নুর রহমান মাদানীকে চাঁদপুর ২৫০ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী এলাকার সন্তান। অপরদিকে হামলাকারী বিল্লাল চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়ন মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলির ছেলে। বর্তমানে সে শহরের বকুলতলা রেলওয়ে এলাকায় বসবাস করেন।

তিনি আরও বলেন, বিল্লালের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কেননা এই খতিব সাহেব এলাকার মানুষকে মসজিদমুখী করেছেন। বিল্লালের উদ্দেশ্য ও রহস্য দ্রুত পুলিশি তদন্তে বেরিয়ে আসবে প্রত্যাশা করছি।

এদিকে বিল্লালের বিরুদ্ধে থানায় মামলা করেছেন আহত খতিবের ছেলে আফনান।

বিল্লাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া। তিনি বলেন, বিল্লালের এমন কাণ্ডে চাঁদপুরসহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় চলছে। তবে বর্তমানে আহত খতিব নূর রহমান মাদানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে ও মামলার বাদী আফনান। আমরা পুরো বিষয়টি নিয়ে তদন্তকাজ অব্যাহত রেখেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিডনি রোগ হলে কী কী লক্ষণ হবে শরীরে

এবার ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সমন্বয়ক রিয়াদ রিমান্ডে 

কাগজপত্র জালিয়াতি করে অধ্যক্ষ হয়েছেন জাকির হোসেন

বিপিএলে ১ বলে ১৫ রান দেওয়া বোলার এবার দিলেন ১ বলে ২২ রান!

পেছাল রাকসু নির্বাচনের তারিখ, প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

রুমমেটকে ছুরিকাঘাত, ঘটনাটি সাজানো বললেন ভিপি প্রার্থী জালাল

ইরানে ফিরলেন আইএইএ পরিদর্শকরা, পরমাণু সহযোগিতা অনিশ্চিত

জরায়ুমুখের ক্যানসার কেন হয়, কারা বেশি ঝুঁকিতে আছেন?

প্রেমিকাকে ফ্ল্যাট ভাড়া দিলেন হৃত্বিক, নেবেন কত রুপি?

বাজারে চিংড়ির খোলসের ভেতর জেলি, অতঃপর...

১০

ডিএমপির ডিবিপ্রধান হলেন শফিকুল ইসলাম

১১

জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবী মন্দিরের পথে ভয়াবহ ধস, ৩০ জনের মৃত্যু

১২

আত্মহত্যায় সাহায্যের অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা

১৩

স্বপ্ন ছোঁয়ার আগেই থেমে গেল অরণ্যের জীবন

১৪

সন্তানকে বাঁচাতে মেট্রোরেলের গেট ধরে মায়ের আহাজারি

১৫

এবার নতুন কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

১৬

অভিনেত্রী মানেই পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে?

১৭

প্রীতির হ্যাটট্রিকে নেপালের বিপক্ষে আরেকটি জয় বাংলাদেশের

১৮

গ্রেপ্তার ডাকসুর ভিপি প্রার্থী জালালকে নিয়ে রাশেদের পোস্ট

১৯

রাজশাহীতে সিসিএসের বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন

২০
X