জবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১২:৪৯ এএম
অনলাইন সংস্করণ

দুই ছাত্রলীগ নেতাকে আটক করল ছাত্রদল, পুলিশে সোপর্দ

দুই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ। ছবি : কালবেলা
দুই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ। ছবি : কালবেলা

নিষিদ্ধ সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে ছাত্রদল। পরে ছাত্রদলের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশে সোপর্দ করে প্রক্টরিয়াল বডি।

রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে ৮ টার দিকে পুলিশে সোপর্দ করা হয়।

আটকরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত আতাউল গণি টুটুল এবং পদার্থ বিজ্ঞানের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আকরাম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টুটুল ছাত্রলীগের প্রভাব খাটিয়ে চাকরি নেওয়া এবং তিনি ছাত্রলীগের পদে থাকায় ছাত্রদলের নেতাকর্মীরা কাঁঠাল তলার সামনে মারধর করে। পরবর্তীতে প্রক্টর অফিসে রেখে দেয়। অপর দিকে অভিযুক্ত আকরাম হোসেন মাস্টার্সের সার্টিফিকেট তুলতে ক্যাম্পাসে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়।

অভিযুক্ত আকরাম হোসেন বলেন, ‘আজ ক্যাম্পাসে মাস্টার্সের সার্টিফিকেট তুলতে যাই। তখন আমায় নিয়ে আসে। আমি প্রথম বর্ষে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম। ওই সময় ছাত্রলীগ নেতারা জোর করে সবাইকে নিয়ে গেলে আমিও গিয়েছিলাম। এরপর আর কিছু করিনি। আমার কোনো পদ-পদবি ছিল না।’

তবে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, প্রথম বর্ষে থাকাকালীন সময়ে আকরাম হোসেন ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করেছে। তাদের একজনকে জবির আন্ডারগ্রাউন্ডে পিটিয়ে হত্যা করেছে। তারই ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমাদের নেতাকর্মীদের বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা করা হয়েছে। অতীতে হামলার কারণে দুজন ছাত্রলীগ নেতাকে আটক করে ভিক্টিম ছাত্রদল নেতাকর্মীরা। তাদের প্রক্টরিয়াল বডির কাছে বুঝে দেওয়া হয়েছে। প্রক্টরিয়াল বডি তাদের থানায় হস্তান্তর করে। এখন থানা আইনানুগ ব্যবস্থা নেবে।

কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর (এসআই) বাহাউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি থেকে দুইজনকে হস্তান্তর করা হয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তার ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল বলেন, এক ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ও আরেক ছাত্রলীগ কর্মীকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে শাখা ছাত্রদল। তাদের দেওয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ অভিযোগের তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ফের বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ

গার্দিওলার চোখে ইতিহাসের সেরা কোচ কে?

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের শিল্প গ্রুপের দুই কর্মকর্তা গ্রেপ্তার 

আজ প্রথম প্রেম মনে করার দিন

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজারো ইসরায়েলি

কীভাবে বুঝবেন ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া হয়েছে

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

নিখোঁজের এক মাস পর শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের লাশ

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ১

টানা ৫ দিন বৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে

১০

বাকৃবিতে বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

১১

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১২

বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসে খুন হলেন নারী 

১৩

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে প্রতিক্রিয়া জানাল ভারত

১৪

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

১৫

মেন্টরস' স্টাডি অ্যাব্রোডের আয়োজনে ‘স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড ওপেন ডে’

১৬

পাকা চুল বা দাড়ি তুলে ফেলা কি জায়েজ?

১৭

শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ

১৮

পূর্বপুরুষের হস্তান্তর করা জমি দাবি করে আরেক জমি দখলচেষ্টার অভিযোগ

১৯

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

২০
X