জবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১২:৪৯ এএম
অনলাইন সংস্করণ

দুই ছাত্রলীগ নেতাকে আটক করল ছাত্রদল, পুলিশে সোপর্দ

দুই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ। ছবি : কালবেলা
দুই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ। ছবি : কালবেলা

নিষিদ্ধ সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে ছাত্রদল। পরে ছাত্রদলের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশে সোপর্দ করে প্রক্টরিয়াল বডি।

রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে ৮ টার দিকে পুলিশে সোপর্দ করা হয়।

আটকরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত আতাউল গণি টুটুল এবং পদার্থ বিজ্ঞানের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আকরাম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টুটুল ছাত্রলীগের প্রভাব খাটিয়ে চাকরি নেওয়া এবং তিনি ছাত্রলীগের পদে থাকায় ছাত্রদলের নেতাকর্মীরা কাঁঠাল তলার সামনে মারধর করে। পরবর্তীতে প্রক্টর অফিসে রেখে দেয়। অপর দিকে অভিযুক্ত আকরাম হোসেন মাস্টার্সের সার্টিফিকেট তুলতে ক্যাম্পাসে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়।

অভিযুক্ত আকরাম হোসেন বলেন, ‘আজ ক্যাম্পাসে মাস্টার্সের সার্টিফিকেট তুলতে যাই। তখন আমায় নিয়ে আসে। আমি প্রথম বর্ষে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম। ওই সময় ছাত্রলীগ নেতারা জোর করে সবাইকে নিয়ে গেলে আমিও গিয়েছিলাম। এরপর আর কিছু করিনি। আমার কোনো পদ-পদবি ছিল না।’

তবে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, প্রথম বর্ষে থাকাকালীন সময়ে আকরাম হোসেন ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করেছে। তাদের একজনকে জবির আন্ডারগ্রাউন্ডে পিটিয়ে হত্যা করেছে। তারই ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমাদের নেতাকর্মীদের বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা করা হয়েছে। অতীতে হামলার কারণে দুজন ছাত্রলীগ নেতাকে আটক করে ভিক্টিম ছাত্রদল নেতাকর্মীরা। তাদের প্রক্টরিয়াল বডির কাছে বুঝে দেওয়া হয়েছে। প্রক্টরিয়াল বডি তাদের থানায় হস্তান্তর করে। এখন থানা আইনানুগ ব্যবস্থা নেবে।

কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর (এসআই) বাহাউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি থেকে দুইজনকে হস্তান্তর করা হয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তার ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল বলেন, এক ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ও আরেক ছাত্রলীগ কর্মীকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে শাখা ছাত্রদল। তাদের দেওয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ অভিযোগের তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপনে বিয়ে নিয়ে মুখ খুললেন মেহরীন

আইপিএলের মাঝপথে মুস্তাফিজকে ফেরানোর সিদ্ধান্ত, কারণ জানাল বিসিবি

সংবিধান পরিবর্তনকে হুমকি নয়, গণতান্ত্রিক সত্য হিসেবে গ্রহণ করতে হবে : প্রধান বিচারপতি

ব্র্যাক ইউনিভার্সিটিতে উদযাপিত ‘বিজয় উৎসব ২০২৫’

গুগল সার্চে আপনার নাম-নম্বর নিজেই মুছে ফেলুন সহজে

বিএনপি সরকারে এলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সেলিমুজ্জামান 

অস্ট্রেলিয়ার দাপুটে পারফরম্যান্সে অ্যাশেজ হারের শঙ্কায় ইংল্যান্ড

মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশিসহ ৪০২ অভিবাসী আটক

জেআইসিতে গুম-নির্যাতন / ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালকসহ ১৩ জনের বিচার শুরু

কমিটি গঠনের ২৪ ঘণ্টা পার না হতেই এনসিপি নেতার পদত্যাগ

১০

সড়কের পাশে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ

১১

এনসিপি নেত্রী রুমীর মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন

১২

বার্ড ফ্লু নিয়ে বিজ্ঞানীদের ভয়ংকর সতর্কবার্তা

১৩

দেশের পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

১৪

না খেয়ে থাকলে কি ওজন কমে!

১৫

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ডা. জাহিদ

১৬

নারীর বিবস্ত্র ভিডিও ধারণের পর ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

১৭

চট্টগ্রামে শুরু হচ্ছে রোভারদের পাঁচ দিনের উৎসব

১৮

নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ 

১৯

বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, চূড়ান্ত প্রতিপক্ষ

২০
X