ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের নিবন্ধন বাতিল চায় জুলাই ঐক্য 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে জুলাই ঐক্য। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে জুলাই ঐক্য। ছবি : কালবেলা

বিগত সাড়ে পনেরো বছরে আওয়ামী দুঃশাসনের মূল সহযোদ্ধা হিসেবে কাজ করায় ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’। এ ছাড়াও দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনকে ফ্যাসিস্টদের প্রভাবমুক্ত করার জন্য পাঠ্যপুস্তকে ‘জুলাই বিপ্লব’ অন্তর্ভুক্ত, বিগত ১৬ বছরে সংঘটিত গণহত্যা ও অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করাসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছে প্লাটফর্মটি।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় ‘জুলাই ঐক্য’।

লিখিত বক্তব্যে প্লাটফর্মের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ এবং নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধন স্থগিত করার মাধ্যমে ইন্টারিম সরকার একটি প্রাথমিক পদক্ষেপ নিয়েছে- এটি আমরা স্বাগত জানাই। তবে স্পষ্টভাবে জানাতে চাই, ছাত্র-জনতার মূল দাবি ছিল আওয়ামী লীগকে দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা এবং নিবন্ধন সম্পূর্ণ বাতিল করা। শুধুমাত্র সাময়িক স্থগিতাদেশ সেই দাবির পূর্ণ প্রতিফলন নয়।

তিনি এসময় ‘জুলাই ঐক্যের’ পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, আওয়ামী লীগের নিবন্ধন চিরতরে বাতিল করা, তাদের সকল সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা।

মুসাদ্দিক বলেন, ইন্টেরিম সরকারের ওয়াদা অনুযায়ী আমরা জুলাই ঘোষণাপত্র আগামী ত্রিশ কর্মদিবসের মধ্যে কার্যকর চাই। অন্যথায় দাবি আদায়ে ‘জুলাই ঐক্য’ কঠোর কর্মসূচি দেবে। এ ছাড়াও তিনি মিডিয়া ও গণমাধ্যমে ফ্যাসিস্ট নিয়ন্ত্রণের অবসান ঘটানো, পাঠ্যপুস্তকে জুলাই বিপ্লব অন্তর্ভুক্তকরণ ও বিগত ১৬ বছরে সংগঠিত গণহত্যা ও অপরাধের দ্রুত বিচার নিশ্চিতকরনের দাবি জানান।

জুলাই ঐক্যের পরবর্তী কর্মসূচি সম্পর্কে মুসাদ্দিক বলেন, আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিতকরণে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে বৈঠকে বসবো। এ ছাড়াও ১৪ দল ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসবো। সচিবালয়ের ভিতরে ষড়যন্ত্রকারীদের প্রমাণসহ তালিকা প্রকাশ ও তা প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন সচিব বরাবর হস্তান্তর করা হবে। জুলাই ঘোষণাপত্রের একটা প্রস্তাবনা ছাত্রজনতার সাথে আলোচনা করে ‘জুলাই ঐক্য’র পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশদের নাকানিচুবানি দিতে ১০ বছর ধরে যে রণকৌশলে এগোচ্ছে ইরান

বাসযাত্রীর ব্যাগে মিলল ১৯ হাজার পিস ইয়াবা

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য ৬৮ অধ্যাপকের আবেদন

ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর, কনটেইনার পরিবহনে রেকর্ড

৭০০ টাকার ব্রডব্যান্ড ৫০০ টাকায় দেওয়ার নির্দেশনা আইএসপিএবির

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজা অবরোধ 

অসচ্ছল নারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে ঢাবি

ক্ষোভের মুখে সরানো হলো বিএনপির অনুষ্ঠানের উপস্থাপক এহসানকে

নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি পরিচালনা করবে ডিএনসিসি

সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদ, থানায় মামলা

১০

কুষ্টিয়ায় কাফনের কাপড় জড়িয়ে বিএনপির কার্যালয় ঘেরাও

১১

সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে জুলকারনাইনের প্রতিক্রিয়া

১২

দুই দশক পর কারামুক্তি, সঙ্গে লাখ টাকা সঞ্চয় দুই নারীর

১৩

এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

১৪

মায়ের কোল ফিরে পেল ৬০ হাজারে বিক্রি হওয়া শিশুটি

১৫

গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র

১৬

ট্রাম্পকে বিদায় করতে আয়োজন করে নামছেন মাস্ক!

১৭

এডাস্ট এসডিআই ও সোল গেটওয়ে করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

১৮

দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী : ডিএমপি কমিশনার

১৯

প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ : নুর 

২০
X