ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘সাম্য হত্যাকাণ্ডকে ঘিরে ছাত্র সংগঠনগুলো নোংরা রাজনীতি করছে’

সাম্য হত্যার ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলনে করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সাম্য হত্যার ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলনে করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডকে ঘিরে ছাত্র সংগঠনগুলো বিভাজন ও নোংরা রাজনীতি করছে বলে দাবি করেছেন ঢাবি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ মে) বেলা ১২টায় ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে সাম্য হত্যার ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাম্যের বন্ধু ও ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এস এম নাহিয়ান বলেন, সাম্যর হত্যাকাণ্ডের পর তাকে নিয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো বিভাজন ও নোংরা রাজনীতি করছে। এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে রাজনৈতিক দলাদলি আমাদের আশাহত করেছে। আরেকটি দুঃখজনক ব্যাপার হলো, সাম্যকে নিয়ে অনলাইনে নানা ধরনের বাজে ও করুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। যে কুচক্রী মহল এই ঘৃণিত কাজ করছে তাদের প্রতি নিন্দা জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৯ দফা দাবি পেশ করেন সাম্যের সহপাঠী আইইআরের শিক্ষার্থী মশিউর আমিন শুভ। দাবিসমূহ হলো-

১. সাম্যের হত্যাকারী সবাইকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

২. হত্যার আশপাশের এলাকার সকল সিসিটিভি ফুটেজ মিডিয়ায় প্রকাশ করতে হবে।

৩. ঘটনার সময় হত্যার সহযোগীদের জনতা আটকিয়ে পুলিশে সোপর্দ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। কিন্তু কোনো এক অজানা কারণে পুলিশ তাদের ছেড়ে দেয়। যেসব পুলিশ এই কাজের সাথে যুক্ত তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে।

৪. শাহবাগ থানার পাশেই যে অস্ত্র ও মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে এর সাথে সম্পৃক্ত সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সর্বোপরি শাহবাগ থানার আসামি ধরার ক্ষেত্রে স্পষ্ট গাফিলতির জবাবদিহিতা করতে হবে।

৫. সাম্যর হত্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফিলতি দৃশ্যমান। তার জানাজার সময়ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলেছে এবং পরের দিন অর্ধ দিবস শোক ঘোষণা করার প্রহসন করেছে। এই ধরনের প্রহসন ও গাফিলতি আমরা আর মেনে নিবো না। প্রশাসনকে শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে আরো তৎপর হতে হবে।

৬. ভিসি, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত ও বিচারের নিয়মিত ফলো-আপ নেয়া এবং দেওয়ার জন্য সর্বোচ্চ তৎপর থাকতে হবে এবং সেখানে সাম্যর পরিবার, বন্ধু ও সহপাঠীদের যুক্ত রাখতে হবে।

৭. ‘সাম্যর বিচার নিশ্চিতকরণ কমিটি’ করতে হবে যাতে তদন্ত কর্মকর্তা, ভিসি, প্রক্টর, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর ডিরেক্টর, শিক্ষক ও সহপাঠীদের প্রতিনিধি যুক্ত থাকতে হবে। আজকের মধ্যে এটা নিশ্চিত করতে হবে।

৮. সাম্যর বিচার নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের যেসব সংগঠনগুলো প্রতিবাদ জানায় নি তাদের আমাদের সাথে এক হয়ে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।

৯. ক্যাম্পাস সহ পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে সাম্যর সহপাঠী সোহেল রানা সাব্বির বলেন, আগামী দুইদিনের মধ্যে কোন অগ্রগতি না হলে বৃহস্পতিবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করা হবে।

এ সময় শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে পর্যটকের মৃত্যু / ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে এক দেশের গাদ্দারি থামছেই না

তেহরান জ্বালিয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

দর্শক আরিফিন শুভকে বিয়ে করতে বলছেন

সিলেটে আর কোনো পাথর কোয়ারি খোলা হবে না : পরিবেশ উপদেষ্টা

‘ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা অর্থহীন’

ক্ষেতলাল থানায় ১০ মাসে ৫ ওসির বদলি

নির্বাচন নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত মানুষের জন্য স্বস্তির বার্তা : জাতীয়তাবাদী সমমনা জোট 

ঝালকাঠিতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছেন যে ইরানি

১০

ইসরায়েলের ফের হামলায় ইরানে ২০ শিশুসহ নিহত ৬০

১১

কারিশমার প্রাক্তন স্বামী মৃত্যুর আগে কী লিখেছিলেন?  

১২

মেয়ের মরদেহ বাড়িতে রেখে মামলা করতে ১২ ঘণ্টা ধরে থানায় বাবা

১৩

দর্শক খরায় ‘তাণ্ডব’, হাহাকার রুহুলের  

১৪

বিদেশ থেকে যৌথ বিবৃতি রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় : জামায়াত

১৫

রেল‌সেতু‌র পিলারে ধাক্কা লেগে ডুবে গেল বাল্কহেড

১৬

অগ্নি দুর্ঘটনা রোধে যে সতর্কবার্তা দিল তিতাস

১৭

পদ্মার এক পাঙাশ অর্ধ লাখে বিক্রি

১৮

লন্ডনে বৈঠক গণতন্ত্রের পথে এক মাইলফলক : জেএসডি 

১৯

নিষেধাজ্ঞা কাটিয়ে ফুটবলে ফিরছেন পগবা!

২০
X