ঈদুল আজহা উপলক্ষে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৷ আগামী ২৩ মে থেকে ১৪ জুন পর্যন্ত ছুটি থাকবে।
বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ৪ জুন থেকে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে।
তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা- বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে।
এদিকে ছুটি শুরুর এবং শেষের দুদিন শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অতিরিক্ত চার দিন বেশি ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। এ হিসাবে মোট ২৩ দিনের ছুটিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
মন্তব্য করুন