জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পের দ্বিতীয় ধাপে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী সোমবার (৭ জুলাই) আবেদনের শেষ দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-০১ প্রভোস্ট মুহম্মদ আসাদুজ্জামান সাদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শিক্ষার্থীদের আবেদনের সুবিধার্থে ৬ জুলাই ২০২৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকায় আবেদনের সময়সীমা ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৩ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও বিবিএ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে দ্বিতীয় ধাপের আবেদনের শেষ সময় ছিল।
মন্তব্য করুন