জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জাবির ৮ ছাত্রলীগ নেতার নামে হত্যাচেষ্টা মামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্রলীগ নেতার নামে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। গত ১৬ ও ১৭ মে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের অতিথি কক্ষে ছাত্রলীগের হাতে নির্যাতিত সায়েম হাসান সামি বাদী হয়ে এই মামলা দায়ের করেন। যার একটি কপি কালবেলার কাছে এসেছে।

মামলার কপি অনুসারে দণ্ডবিধি ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩০৭, ৩৩০, ৩৪১, ৩৪২, ১১৪, ৩৪, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সরকার ও রাজনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মাবরুক আল ইসলাম জোয়াদ, পিতা মনোয়ার হোসেনকে প্রধান আসামি করে এই মামলা দায়ের করা হয়। জোয়াদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদকের দায়িত্বে রয়েছেন। তবে জোয়াদের পিতা মনোয়ার হোসেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, আইন ও বিচার বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আকিব শাহরিয়ার সিজান, বাংলা বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগের সক্রিয় কর্মী আসিফ হোসাইন (আকাশ), একই ব্যাচের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য তানভীর হাসান রাব্বি, পরিসংখ্যান বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ কবির ও রাতুল রায় ধ্রুব, দর্শন বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহসভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহসভাপতি মহিবুর আলম মৃন্ময়।

এদিকে আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে অভিযোগের তদন্তের আদেশ দিয়েছেন। ১৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সামির আইনজীবী নাইমুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ মামলাটি স্থানান্তর করা হয়। মামলার তদন্তসহ সামগ্রিক পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়কে সহায়তা করতে বলা হয়েছে।

নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী সামি ২২ মে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর তিনি লিখিত অভিযোগ দেন। ওই লিখিত অভিযোগে বলা হয়, গত ১৬ মে কানে অস্ত্রোপচারের কারণে গেস্টরুমে না যাওয়ায় ভুক্তভোগী সামিকে মারধর করা হয়। পরদিন হল ছেড়ে দিতে চাইলে আবারও গেস্টরুমে ডেকে নিয়ে তাকে মারধর করেন অভিযুক্তরা। সেখানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত জোর করে এমন স্বীকারোক্তি নিতে চেষ্টা করেন। অভিযুক্ত আকিব মাথায় আগ্নেয়াস্ত্র ধরেন। নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দেওয়ায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে পকেটে ইয়াবা বড়ি ও আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করেন।

ভুক্তভোগী সায়েম হাসান সামি বলেন, ‘আমাকে নির্যাতন করে ৬৩ ঘণ্টা নজরবন্দি করে রাখা হয়েছিল। রুমে আটকে রাখা হয়েছিল। জোর করে মিছিলে নিয়েছে। আমি ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর বিচার চাই। এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত আকিব শাহরিয়ার সিজান বলেন, আমি এ মুহূর্তে ব্যস্ত আছি। আপনার সাথে পরে কথা বলব। আরেক অভিযুক্ত রিয়াজুল ইসলাম রিয়াদ বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা মামলা। রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ অভিযোগ আনা হয়েছে। এমনকি অভিযোগের বক্তব্য অসামঞ্জস্যপূর্ণ। যা সিসিটিভি ফুটেজ চেক করলেই বোঝা যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, এখনো কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে আমরা তদন্তে সহযোগিতা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আডা লাভলেস প্রোগ্রামিং প্রতিযোগিতা

জীবগাঁও কলেজে শতভাগ ফেল, অধ্যক্ষ বললেন ‘হতাশাজনক’

আম্মু হাসপাতালে, সবাই দোয়া করবেন : তমা মির্জা

লক্ষ্মীপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনো হয়নি : অ্যাটর্নি জেনারেল 

রংপুরে ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা / অনুসন্ধান করে ঘটনার ভেতরের সত্য প্রকাশ করে ‘কালবেলা’ 

৩ ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

ধারাবাহিকের মূল ভূমিকায় হেদায়েত উল্লাহ তুর্কী 

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

১০

খতমে নবুওয়তের চেতনায় সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাক কালবেলা : মুহিউদ্দীন রাব্বানী

১১

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন করবেন যেভাবে

১২

চট্টগ্রামে আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, ২৫ শ্রমিককে উদ্ধার

১৩

চীনে ৩০ পাদরি গ্রেপ্তার, বড় অভিযানের আশঙ্কা

১৪

মোস্তারির অর্ধশতকে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

১৫

‘ভর্তির পরে সবার বিয়ে হয়ে গেছে, তাই কেউ পাস করেনি’

১৬

সর্বপ্রথম কোথায় আজান হয়েছিল, কার কণ্ঠে?

১৭

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ মসৃণ হবে : মির্জা ফখরুল

১৮

রাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর

১৯

যমুনা ঘেরাও কর্মসূচি স্থগিত, আন্দোলনরত শিক্ষকদের বড় কর্মসূচি ঘোষণা

২০
X