

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চারটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে জড়িত চারটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে।
শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক হল’ এবং ১০ তলা বিশিষ্ট শেখ রাসেল হলকে ‘নবাব সলিমুল্লাহ হল’ নামকরণ করা হয়েছে। এ ছাড়া শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘জুলাই চব্বিশ জাগরণী হল’ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলকে ‘ফেলানি খাতুন হল’ নামে নামকরণ করা হয়েছে।
মন্তব্য করুন