কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ফজিলাতুন্নেসা হলে ভোটগ্রহণ বন্ধের কারণ জানালেন নির্বাচন কমিশনার

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেসা হলে ভোটগ্রহণ এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মো. মনিরুজ্জামান বলেন, শঙ্কা সব জায়গায় আছে। কিছু ভুল বোঝাবুঝির জন্য ফজিলাতুন্নেসা হলে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। তবে এখন আবার ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

এর আগে ফজিলাতুন্নেছা হলে ভোট কারচুপির অভিযোগ তোলেন কয়েকজন। এর পরই আসেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এবং ছাত্রদলের ভিপি প্রার্থী। পরে ছাত্রদলের ভিপি কেন্দ্রের ভেতরে প্রবেশ করলে নারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। ছাত্রদল প্রার্থীর এভাবে প্রবেশে শঙ্কা প্রকাশ করেন অন্য প্রার্থীরাও।

জানা গেছে, এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৯১৯ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ছাত্রদের হলের মধ্যে আল বেরুনী হলে ভোটার ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, ১০ নম্বর ছাত্র হলে ৫২২ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমেদ হলে ৯৪৭ জন ভোটার রয়েছেন।

ছাত্রীদের হলের মধ্যে নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯ জন, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন, প্রীতিলতা হলে ৩৯৬ জন, বেগম খালেদা জিয়া হলে ৪০৩ জন, সুফিয়া কামাল হলে ৪৫৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, ফজিলাতুন্নেসা হলে ৭৯৮ জন এবং তারামন বিবি হলে ৯৮৩ জন ভোটার রয়েছেন।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশগ্রহণ করবে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১ ভোটকেন্দ্র ঠিক করা হয়েছে। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে ২২৪টি বুথ।

ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এদিন এক হাজার ৫০০ পুলিশ, সাত প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া যে কোনো অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যা এখনো পারেননি কোনো ভারতীয় ব্যাটার, সেই রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

হাত-পায়ের আঙুল ফোটালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ

নির্বাচিত হলে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : আমিনুল হক

বাগেরহাটে আরও ৩ দিনের হরতাল ঘোষণা

জাকসু নির্বাচন বর্জনের কারণ জানাল ছাত্রদল 

জাকসুর ভোট বর্জন করলেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮৬

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৯ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন প্রধান উপদেষ্টা

লেবাননে ইরানপন্থিদের অস্ত্র কারখানায় ইসরায়েলের হামলা

১০

ডাকসু নির্বাচনে বিজয়ী হওয়ায় শিবিরকে তুরস্কের এজিডির শুভেচ্ছা

১১

এশিয়া কাপে বাংলাদেশের খেলা মোবাইলে দেখবেন যেভাবে

১২

নেত্রকোনায় ঠিকাদারকে ছাত্রদল সভাপতির মারধর

১৩

সৌদি রিয়ালের ফাঁদে প্রবাসী, ‘সাবান’ দিয়ে ৫ লাখ টাকা লুট

১৪

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তার বদলি

১৫

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 

১৬

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ডা. জাহিদ

১৭

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

১৮

খালেদা জিয়া : বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক 

১৯

জাকসুর ব্যালট ছাপানোর কোম্পানি কার, প্রমাণ দেখাল শিবির প্যানেল

২০
X