

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের ১২টি উপদলে মোট ১৭৫ নবীন সহচর নিয়ে বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের রোভার ইন-কাউন্সিল ২০২৫-২৬ এর বার্ষিক ডে-ক্যাম্প বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্পে দীক্ষিত রোভার, গার্ল ইন-রোভার, সহকারী রোভার মেট, রোভার মেট ও সিনিয়র রোভার মেটসহ মোট ২৬৫ জন রোভার ও গার্ল ইন-রোভার অংশগ্রহণ করেন। এ ক্যাম্পটি সকাল পৌনে ৮টায় রিপোর্টিং নেওয়ার মাধ্যমে শুরু করে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিকেল সাড়ে ৪টার দিকে ডে-ক্যাম্পের সমাপ্তি ঘটে।
জবি রোভার ইন-কাউন্সিল ২০২৫-২৬ এর সভাপতি মো. মাহবুব হাওলাদার বলেন, সহচররা যখন ভর্তি হয়, এরপর ডেনের অভ্যন্তরীণ এ বিভিন্ন তত্ত্বীয় বিষয় বা ব্যবহারিক বিষয়ে সেশন পেয়ে থাকে দীক্ষা গ্রহণের আগ পর্যন্ত। ফলশ্রুতিতে দীক্ষা গ্রহণের আগে তাদের দীক্ষার বিষয়গুলো সংক্ষেপে সুন্দরভাবে বুঝানোর জন্য প্রস্তুতি স্বরূপ একটি ডে-ক্যাম্প প্রয়োজন বলে আমি মনে করি। এতে তারা ধারণা পেল ও দীক্ষার সময় সহজে ক্যাম্পে নিজেদের মানিয়ে নিতে পারল। জবি রোভার ইন-কাউন্সিল ২০২৫-২৬ এর সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান বলেন, আলহামদুলিল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প-২০২৫ সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। রোভারিংয়ের আদর্শ, দায়িত্ববোধ, নেতৃত্বগুণ এবং সেবার মানসিকতা জাগ্রত করতে এ ধরনের ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহচরদের অংশগ্রহণ, স্বেচ্ছাসেবকদের পরিশ্রম, কাউন্সিল সদস্যদের নিবিড় তত্ত্বাবধান এবং স্পন্সর ও কো-স্পন্সরদের সহযোগিতা এই আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত, সুশৃঙ্খল ও ফলপ্রসূ। ক্যাম্পে ট্রেইনার হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. মিন্টু আলী বিশ্বাস, অন্যান্য রোভার স্কাউট লিডাররা (আরএসএল) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেটরা।
মন্তব্য করুন