কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ড্যাফোডিলে পর্তুগিজ রাজবংশের আগমন ও লন্ডন টি এক্সচেঞ্জ চুক্তি 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক রাজকীয় সফর ও আন্তর্জাতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে আগমন করেন পর্তুগিজ রাজপরিবারের প্রধান ব্রাগঁজা ডিউক।

সফরের মূল আকর্ষণ ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও লন্ডন টি এক্সচেঞ্জ-এর মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি (MoU)। এই চুক্তির মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি, উদ্যোক্তা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানানো হয়।

এ সময় ডিআইইউ চেয়ারম্যান ড. মো. সবুর খানকে বাংলাদেশে ‘Fair Pay Charter’-এর অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জের এই উদ্যোগের লক্ষ্য হলো, কর্মক্ষেত্রে ন্যায্য ও স্বচ্ছ বেতন কাঠামো প্রতিষ্ঠা, সমান কাজের জন্য সমান পারিশ্রমিক নিশ্চিত করা এবং বৈষম্যহীন কর্মসংস্কৃতি গড়ে তোলা।

চুক্তি অনুযায়ী, ডিআইইউ শিগগিরই ‘Tea Mastering’ বিষয়ে একটি স্বল্পমেয়াদি কোর্স চালু করবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গ্রীষ্মকালীন ও মাইক্রো-ক্রেডেনশিয়াল প্রোগ্রাম, চা বাগান পরিদর্শন এবং ক্যাম্পাসে ‘Tea Corner’ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যেখানে আন্তর্জাতিক চা সংস্কৃতি প্রদর্শিত হবে।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ডিআইইউ ও পর্তুগিজ রাজপরিবারের প্রধান ডিউকের মধ্যে স্বাক্ষরিত হয় ‘Duke of Braganza Youth Leadership & Service Program – Bangladesh Chapter’ শীর্ষক সমঝোতা স্মারক। “Leadership Through Service” মূল থিমে এই প্রোগ্রামের লক্ষ্য তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সেবা, টেকসই পর্যটন ও বৈশ্বিক নাগরিকত্বের চেতনা গড়ে তোলা।

এছাড়া উদ্বোধন করা হয় ‘Duke of Braganza Heritage Culinary Studio’, যা আন্তর্জাতিক রন্ধনশৈলী ও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের সংমিশ্রণে এক অভিনব উদ্যোগ হিসেবে কাজ করবে।

রাজকীয় আগমনে ডিউককে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অব অনার। পরে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফ্যামিলি ও বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. মো. সবুর খান। তিনি বলেন, “ড্যাফোডিল সর্বদা বৈশ্বিক শিক্ষা ও সংস্কৃতির সংযোগ স্থাপনে কাজ করছে। পর্তুগিজ রাজপরিবারের এই সফর ও লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে অংশীদারিত্ব আমাদের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচেস ইসাবেল ইনেস দে হেরেদিয়া, প্রিন্স আফনসো দে সান্তা মারিয়া, স্যার শেখ আলিউর রহমান (K.G.O.R., K.C., O.B.E.), গ্রুপ চেয়ারম্যান, লন্ডন টি এক্সচেঞ্জ; ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ মাসুম ইকবাল, ট্রেজারার ড. হামিদুল হক খান এবং বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপনে ক্যাম্প ন্যুতে এসে কি ইঙ্গিত দিলেন মেসি?

রোজা শুরু ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানসিক অসুস্থতা : স্পর্শিয়া

অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মাজেদ

বুয়েট শিক্ষার্থী রিমান্ড শেষে কারাগারে 

স্পেন দল থেকে বাদ পড়লেন ইয়ামাল

না খেয়ে কত দিন বেঁচে থাকা সম্ভব? যা বলছেন বিজ্ঞানীরা

১৩ নভেম্বর আ.লীগের কর্মসূচি নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস

পুলিশের দাবি  / ১৩ নভেম্বরের কর্মসূচি সফলে ‘বোম ফারুককে’ টাকা দেন নিক্সন চৌধুরী

মুখ ফসকে ‘শেখ’ বলার ব্যাখ্যা দিলেন স্নিগ্ধ

১০

বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

থাইরয়েড হরমোনের সমস্যা নিয়ন্ত্রণে রাখবে এই ৫ পানীয়

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলা, অভিযোগ ভারতের বিরুদ্ধে

১৩

ড্যাফোডিলে পর্তুগিজ রাজবংশের আগমন ও লন্ডন টি এক্সচেঞ্জ চুক্তি 

১৪

ডেঙ্গুতে একদিনে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২

১৫

আমরা শান্তির রাজনীতি করতে চাই : মির্জা ফখরুল

১৬

গোবিন্দই আমাকে প্রথম হিরো হতে বলেছিলেন : অক্ষয় কুমার

১৭

যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন : ডিএমপি কমিশনার

১৮

বিইউবিটিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা ‘গ্রিটকোয়েস্ট’র উদ্বোধন

১৯

রাতে যেভাবে যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন, জানালেন সোহেল তাজ

২০
X