কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লি কাঁপানো ৩৭ মিনিট, কী ঘটেছিল

ভারতে ভয়াবহ বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
ভারতে ভয়াবহ বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি এলাকায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। টানা ৩৭ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দিল্লি আজ ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে উঠেছে। ঐতিহাসিক লাল কেল্লার কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং ২৪ জনেরও বেশি আহত হয়েছেন। সন্ধ্যার ব্যস্ততম সময়ে লাল কেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর বাইরে বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর গোটা শহরকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা জানান, আজ সন্ধ্যা প্রায় ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা ট্রাফিক সিগনালের কাছে ধীরগতিতে চলা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। গাড়িটি লালবাতিতে থেমে ছিল। এ সময় গাড়িতে যাত্রীরা ছিলেন। বিস্ফোরণে আশপাশের আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি জানান, একাধিক সংস্থা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মূল্যায়ন করছে। কিছু মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অনেকে আহত হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, সন্ধ্যার ব্যস্ত সময়ে এলাকা যানবাহন ও পথচারীতে পরিপূর্ণ ছিল। ফলে বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। এরপর এ আগুন আশপাশে পার্ক করা অন্যান্য যানবাহনে ছড়িয়ে পড়ে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, লাল কেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে গাড়ি বিস্ফোরণের খবর পেয়ে তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছেছেন।

ফায়ার সার্ভিসের উপপ্রধান একে মালিক বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৭টি ইউনিট পাঠাই। প্রায় ৩৭ মিনিটের মধ্যে, অর্থাৎ সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের ফলে আশপাশের অন্তত ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের লোকনায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

দিল্লি পুলিশের স্পেশাল সেল ও অ্যান্টি-টেরর স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি সন্ত্রাসবাদী হামলা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাগতিকদের অম্লমধুর দিন

রাতে রাজধানীর আরেক জায়গায় ককটেল বিস্ফোরণ

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

জামিনে বেরিয়ে সংঘবদ্ধ করার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্লট বা ফ্ল্যাট হস্তান্তরে কারও অনুমতি লাগবে না : গণপূর্ত মন্ত্রণালয়

কুড়ির এশিয়ান কাপে সঙ্গী চীন

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

বন্দর ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মাশুল নিয়ে দর-কষাকষি চলছে : নৌ উপদেষ্টা

দিল্লিতে বিস্ফোরণের আগে ‘রহস্যময়’ অভিযান, যা জানা গেল

দেশ কীভাবে পরিচালিত হবে ৩১ দফায় সবই রয়েছে : হারুনুর রশিদ

১০

কর্মজীবী নারীদের নতুন প্রস্তাব দিলেন জামায়াত আমির

১১

আমিনুলের ঘোষণায় শুরু হচ্ছে বিসিবির নতুন যুগ

১২

হামিমের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে ফ্রি মেডিকেল ক‍্যাম্প

১৩

দিল্লি কাঁপানো ৩৭ মিনিট, কী ঘটেছিল

১৪

বার্সাকে না জানিয়েই ক্যাম্প ন্যু’তে ফিরেন মেসি!

১৫

নির্ধারিত সময়েই এমপিওভুক্ত করতে হবে : সেলিম ভুঁইয়া

১৬

‘জয় বাংলা’ বলা অপরাধ হলে আমাকে গ্রেপ্তার করুন : কাদের সিদ্দিকী

১৭

ডাবল মার্ডারের ঘটনায় রিফাত বাহিনীর প্রধান অস্ত্রসহ গ্রেপ্তার

১৮

দিল্লিতে বিস্ফোরণ : মুম্বাই ও উত্তরপ্রদেশে জারি উচ্চ সতর্কতা

১৯

শ্যামপুর চিনিকল / মিলের যন্ত্রপাতিতে মরিচা, কাগজেই আটকে আছে চালুর ঘোষণা

২০
X