

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে গেছে। এছাড়া এতে অন্তত পাঁচজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি তীব্র বিস্ফোরণ ঘটে। এ সময় অন্তত পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল, আশপাশের ৩ থেকে ৪টি গাড়িতেও আগুন ধরে যায় এবং সেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, এটি ছিল একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। আহতদের দ্রুত এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে একটি ভ্যানের দরজা উড়ে গেছে, একটি গাড়ি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। এছাড়া আরেকটির উইন্ডস্ক্রিন ভেঙে চুরমার এবং একজন আহত ব্যক্তি মাটিতে পড়ে আছেন।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর সামনে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় ২০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। এছাড়া এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ফরেনসিক ও বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরণের উৎস ও কারণ অনুসন্ধান করছেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি আমার বাড়ির ছাদ থেকে বিশাল আগুনের গোলা দেখেছি। বিস্ফোরণের শব্দে ভবনের জানালা কেঁপে উঠেছিল।
আরেকজন জানান, আমি গুরুদ্বারায় ছিলাম, হঠাৎ প্রবল শব্দ শুনলাম। কী হয়েছে বুঝে উঠতে পারিনি, শব্দটা অত্যন্ত জোরে ছিল।
মন্তব্য করুন