কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৩:৫২ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, তিন বাসে আগুন

ধানমন্ডিতে বাসের আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা
ধানমন্ডিতে বাসের আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা

রাজধানীর আট স্থানে ককটেল বিস্ফোরণ ও তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও আতঙ্ক দেখা যায় অনেকের মাঝে।

সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অন্তত আট স্থানে ককটেল বিস্ফোরণ ও তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে সকালে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে ককটেল ছোড়া হয়। এ ছাড়া সকালে ধানমন্ডির দুটি স্থান ও মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়।

এরপর সন্ধ্যায় মৌচাক, শেরেবাংলা নগর, মিরপুর-১০ ও খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া বাসে আগুন দেওয়া হয় বাড্ডা, শাহজাদপুর ও ধানমন্ডি এলাকায়।

আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই আজ এসব ঘটনা ঘটল।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিশেষ কোনো দিন টার্গেট করে এসব অপতৎপরতা চালানো হচ্ছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হচ্ছে। কারণ এর আগেও বিভিন্ন সময়ে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তিনি জানান, সকাল ৭টার দিকে মোহাম্মদপুর এলাকায় প্রবর্তনার সামনের সড়কে ও সীমানা প্রাচীরের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, প্রায় একই সময়ে ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে এবং ৯/এ নম্বর সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, দুই ঘটনাতেই মোটরসাইকেলে আসা দুজন করে ব্যক্তি ককটেল ছোড়েন। এতে কিছুটা আতঙ্ক ছড়ালেও কেউ আহত হননি। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে আজ ভোর পৌনে ৪টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়।

মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, সিসি ক্যামেরা দেখে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সে সঙ্গে থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানতে পারেনি পুলিশ। এ ছাড়া সন্ধ্যা ৬টায় মৌচাক ক্রসিংয়ের সামনে মগবাজার মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল ছোড়া হয়। আর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বেতার ভবনের সামনের সড়কে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

তিন বাসে আগুন : সোমবার সকালে আধা ঘণ্টার ব্যবধানে বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস সদরদপ্তর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, শাহজাদপুর এলাকায় সকাল পৌনে ৬টার দিকে যাত্রীবাহী ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আর সকাল সোয়া ৬টার দিকে বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আগুন দেওয়া হয় আকাশ পরিবহনের একটি বাসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে রাজধানীর আরেক স্থানে বাসে আগুন

রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, তিন বাসে আগুন

বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত

মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন নয় : হাসনাত

পিছিয়ে গেল বিপিএলের নিলাম

মলিকুলার ডায়াগনোসিস-গবেষণা-বৈজ্ঞানিক দক্ষতা উন্নয়ন যৌথ কাজের অঙ্গীকার

পাকিস্তানি পেসারের বাড়িতে বন্দুক হামলা

সরকারি মেডিকেল কলেজে কমলো ৩৫৫ আসন

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ জানা গেল, আবেদনে যোগ্য যারা

১০

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫

১১

বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১২

স্বাগতিকদের অম্লমধুর দিন

১৩

রাতে রাজধানীর আরেক জায়গায় ককটেল বিস্ফোরণ

১৪

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

১৫

জামিনে বেরিয়ে সংঘবদ্ধ করার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

প্লট বা ফ্ল্যাট হস্তান্তরে কারও অনুমতি লাগবে না : গণপূর্ত মন্ত্রণালয়

১৭

কুড়ির এশিয়ান কাপে সঙ্গী চীন

১৮

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

১৯

বন্দর ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মাশুল নিয়ে দর-কষাকষি চলছে : নৌ উপদেষ্টা

২০
X