স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৭:২২ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে ক্যাম্প ন্যুতে এসে কি ইঙ্গিত দিলেন মেসি?

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

চার বছর আগের সেই বিকেলটা বার্সেলোনা সমর্থকরা ভুলতে পারেনি। চোখে জল, কণ্ঠে কান্না—এভাবেই ক্লাব ছাড়তে হয়েছিল ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। আর ঠিক সেই মেসিই হঠাৎ রোববার রাতে ফিরে গেলেন নিজের প্রিয় ঘরে—স্পটিফাই ক্যাম্প ন্যু’তে।

কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, বার্সা জানতই না যে মেসি আসছেন!

ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে দুই গোল করে দলকে ৪-০ ব্যবধানে জেতানোর পর সরাসরি উড়াল দেন স্পেনে। আনুষ্ঠানিকভাবে তার গন্তব্য ছিল আলিকান্তে, যেখানে আর্জেন্টিনা দল প্রস্তুতি নিচ্ছে প্রীতি ম্যাচের জন্য। কিন্তু এর আগে মেসি চুপিচুপি ঢুকে পড়েন বার্সেলোনায়—যে শহরে ১৩ বছর বয়সে পা রেখে গড়ে তুলেছিলেন ইতিহাসের সেরা এক ফুটবল অধ্যায়।

বার্সেলোনার প্রশাসন, কর্মকর্তারা, এমনকি লকাররুমের কেউই জানতেন না এই সফরের কথা। পরে জানা যায়, নির্মাণকাজের দায়িত্বে থাকা তুর্কি প্রতিষ্ঠান লিমাক নিরাপত্তাকর্মীদের কাছ থেকে খবর পেয়ে ক্লাবকে জানায়, তখনই অনুমতি দেওয়া হয় প্রাক্তন অধিনায়ককে প্রবেশের।

সূত্র বলছে, সফরটা ছিল একদমই সংক্ষিপ্ত, একপ্রকার বজ্রপাতের মতো। শুধু পুরোনো বাড়িটাকে এক নজর দেখা—নতুন রূপে নিজের সাম্রাজ্যের মাঠটাকে অনুভব করা, এটিই ছিল মেসির উদ্দেশ্য। কিন্তু আবেগের ঢেউ উঠল তার ইনস্টাগ্রাম পোস্টেই।

গত রাতে ফিরেছিলাম এমন এক জায়গায়, যেটাকে আমি মন থেকে মিস করি। এমন এক জায়গায়, যেখানে আমি হাজার বার হয়েছি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আশা করি একদিন ফিরব, শুধু বিদায় জানাতে নয়…

এই কথাগুলোই এখন কাতালুনিয়ার বাতাসে প্রশ্ন ছুড়ে দিচ্ছে—‘তাহলে কি মেসি ফিরতে চান?’

২০২১ সালের সেই অশ্রুসিক্ত বিদায় এখনো তাজা। আর্থিক সংকটে জর্জরিত বার্সেলোনা তখন রাখতে পারেনি তাদের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানকে। প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার সঙ্গে সম্পর্কও হয়ে গিয়েছিল ঠান্ডা। যদিও এরপর বারবার শহরে ফিরেছেন মেসি, দেখা করেছেন পুরোনো বন্ধুদের সঙ্গে, কিন্তু ক্যাম্প ন্যু-তে প্রবেশ করেননি কখনো—এবার করলেন, নিঃশব্দে, নিঃশব্দেই যেন বার্তা দিলেন।

বার্সা থেকে বিদায়ের দিনে অশ্রুভেজা মেসি।

মেসির নতুন চুক্তি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত। এর মাঝেই তিনি ব্যবসা, রাজনীতি, এমনকি ফুটবল-পরবর্তী জীবনের নানা সম্ভাবনা নিয়ে ভাবছেন। গত সপ্তাহেই আমেরিকা বিজনেস ফোরামে বক্তব্য রেখেছিলেন, সেখানে ট্রাম্পও ছিলেন অতিথি হিসেবে। সব মিলিয়ে তার ভবিষ্যৎ এখন বহু সম্ভাবনায় ভরপুর।

সাম্প্রতিক সময়ে বিজনেস ফোরামে মায়ামি অধিনায়ক।তবু এক লাইনই আবার আলো জ্বেলে দিয়েছে কাতালুনিয়ার আকাশে—

“আশা করি, একদিন ফিরব... শুধু বিদায় জানাতে নয়।”

আগামী বছর বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন, চলমান পুনর্গঠনের কাজ, আর মেসির এই রহস্যময় সফর—সব কিছু মিলে যেন নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

ক্যাম্প ন্যু’তে এখনো ঝুলছে ক্রেন, অসমাপ্ত গ্যালারি, ধুলোমাখা সিঁড়ি—কিন্তু সেই মাটিতে পা রেখেই মেসি হয়তো আবার অনুভব করেছেন নিজের রাজত্বের স্মৃতি।

হয়তো সেই মাঠেই কোনো একদিন, আবারও—ফিরে আসবেন রাজা।

সূত্র : দ্য অ্যাথলেটিক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

‘শিশু উন্নয়ন কেন্দ্রের নিবাসীদের অধিকার সুরক্ষা ও সেবার মনোন্নয়ন’ শীর্ষক সেমিনার

বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা কারাগারে

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন

শামিকে দলে না নেওয়ায় নির্বাচকদের ওপর ক্ষুব্ধ সৌরভ গাঙ্গুলি

দিল্লির ঘটনায় বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন : পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন রাজনৈতিক দল : রিজভী

রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন

মামলা তুলে নেওয়ার বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুলের বিবৃতি

এন্ড্রিককে রিয়াল মাদ্রিদ ছাড়ার পরামর্শ আনচেলত্তির

১০

বিমানবাহিনীর সাবেক প্রধানের ফ্ল্যাট জব্দ, হিসাব ফ্রিজ 

১১

ইউক্রেন-যুক্তরাজ্যের বিরুদ্ধে রুশ যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ

১২

টানা ৩০ দিন ডিম খেলে শরীরে অবিশ্বাস্য যে ৫ পরিবর্তন আসে

১৩

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘আইডিয়া ফেস্ট’

১৪

গোপনে ক্যাম্প ন্যুতে এসে কি ইঙ্গিত দিলেন মেসি?

১৫

রোজা শুরু ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

১৬

মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানসিক অসুস্থতা : স্পর্শিয়া

১৭

অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মাজেদ

১৮

বুয়েট শিক্ষার্থী রিমান্ড শেষে কারাগারে 

১৯

স্পেন দল থেকে বাদ পড়লেন ইয়ামাল

২০
X