জবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জবির ভর্তি পরীক্ষা : আঞ্চলিক কেন্দ্রে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে পরীক্ষা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএতে ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো নৈর্ব্যক্তিক পদ্ধতিতে হতে যাচ্ছে। একই সঙ্গে এ বছর একটি শিফটে আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গিয়াসউদ্দিন বলেন, এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুধু এমসিকিউ (বহুনির্বাচনি) প্রশ্নোত্তর পদ্ধতিতে হবে। এ ছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে কয়েকটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি একটি শিফটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে, ইউনিট-এ (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান থাকতে হবে। উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ জিপিএ হতে হবে। তবে কোনো পরীক্ষায় ৩.২৫ এর কম নয়।

ইউনিট-বি (কলা ও আইন অনুষদ), ইউনিট-সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ইউনিট-ডি (সামাজিকবিজ্ঞান অনুষদ) সকল শাখায় এসএসসি/সমমান ও এইচ এসসি/সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম নয়।

ইউনিট-ই (চারুকলা অনুষদ) সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে। শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাক বিএফএ সার্টিফিকেটধারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। এক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রান্ত জিপিএ ২.৫০ এর কম নয়।

এ বিষয়ে সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মোল্লা মেজবাহুদ দারাইন বলেন, গত ২৯ নভেম্বর ৭৫তম একাডেমিক সভায় আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজিয়েট স্কুল এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তবে সিট ক্যাপাসিটের ওপর নির্ভর করে পরীক্ষার কেন্দ্র বাড়তে পারে।

তিনি আরও বলেন, গত বছর প্রাথমিক আবেদনে অনেকে বাদ পড়েছে। কিন্তু এবার আবেদনকারী সবাই পরীক্ষা দিতে পারবে। সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর শুধু এমসিকিউ মোট ৭২ মার্কসের পরীক্ষা হবে।

আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে জবি প্রথম বর্ষের ভর্তি আবেদন এবং চলবে ০৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণের সময়ে আবেদন ফি হিসেবে এ, বি, সি ও ডি প্রতিটি ইউনিটের জন্য পৃথকভাবে ১,০০০/- (এক হাজার টাকা) এবং ই ইউনিটের জন্য ১,২০০/-(এক হাজার দুইশত টাকা) প্রদান করতে হবে। আবেদন করার নিয়ম, ভর্তির বিস্তারিত তথ্য, আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

ই-ইউনিট (চারুকলা অনুষদ) এর পরীক্ষা ১৩ ডিসেম্বর (শনিবার) বেলা ৩টা হতে ৪:৩০; এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এর পরীক্ষা ২৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টা হতে ১২টা; সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এর পরীক্ষা ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টা হতে ১২টা; ডি-ইউনিট (সামাজিকবিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টা হতে ১২টা; বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

‘উপদেষ্টা পরিষদে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন, শিগগিরই প্রজ্ঞাপন’

টানা ৩০ দিন ডালিম খেলে শরীরে অবিশ্বাস্য যে ১০ পরিবর্তন আসে

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে : প্রধান উপদেষ্টা

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় দৃঢ় থাকতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান

খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল

প্রধান উপদেষ্টার ভাষণ শুরু

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

১০

ধানমন্ডি ৩২ নম্বর থেকে কিশোরসহ আটক ২

১১

প্রেমিকা জান্নাতুলকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড

১২

হুমায়ূন আহমেদকে স্মরণ / নুহাশ পল্লীতে জ্বলল ১ হাজার ৭৭টি মোমবাতি

১৩

ভারতীয়সহ ৩২ ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৪

জবির ভর্তি পরীক্ষা : আঞ্চলিক কেন্দ্রে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে পরীক্ষা

১৫

চট্টগ্রামে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান

১৬

হাসপাতালে হাসান মাসুদ, দুই সপ্তাহ ধরে চলছে চিকিৎসা

১৭

অস্ত্রসহ আ.লীগের তিন কর্মী গ্রেপ্তার

১৮

১৫ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন, অংশ নিচ্ছেন বিশ্বের ১২ খ্যাতনামা আলেম

১৯

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম পঞ্চগড়ের আবু তালেব

২০
X