

আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ব্যস্ততম দিন। দিনের সূচনা হয় সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের তৃতীয় দিনের ম্যাচ দিয়ে। কিন্তু একই সময় এশিয়ান আরচারিতে স্বর্ণের লড়াইও চলছিল। কম্পাউন্ড মিশ্র বিভাগে ফাইনালে ওঠা বাংলাদেশ দলের আশা ছিল স্বর্ণপদক জয়ের, কিন্তু ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সামান্য পিছিয়ে পড়ে রৌপ্যেই সন্তুষ্ট থাকতে হলো।
ফাইনালে বাংলাদেশের আরচার হিমু বাছাড় ও বন্যা ৪০-এর মধ্যে ৩৫ স্কোর করেন। ভারতের অভিষেক ভার্মা ও দীপ শিখার জুটি ৩৯ স্কোর করে সামনাসামনি লড়াই দেখায়। পরের দুই সেটে বাংলাদেশের ৩৯ এবং ভারতের ৩৮ স্কোর হয়। শেষ চতুর্থ সেটেও বাংলাদেশের দুই পয়েন্ট ব্যবধান পূরণ করতে না পারায় সেটটি ৩৮-৩৮ স্কোরে শেষ হয়। এতে মোট পয়েন্ট দাঁড়ায়: বাংলাদেশ ১৫১, ভারত ১৫৩।
ফলে বাংলাদেশ কম্পাউন্ড মিশ্র দল রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। তবে আংশিক আশা এখনো আছে—বিকেলে কম্পাউন্ড নারী এককের সেমিফাইনালে ভারতের প্রদীপ পৃথিকার বিরুদ্ধে বাংলাদেশি আরচারদের লড়াইয়ে অন্তত এক রৌপ্য নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেমিফাইনাল হেরে যায়, তবে মনিকে ব্রোঞ্জের লড়াইয়ে নামতে হবে।
এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ চলেছে গত চার দিন জাতীয় স্টেডিয়ামে। আজ বিকেল থেকে আরচারি আর্মি স্টেডিয়ামে স্থানান্তরিত হয়েছে, যেখানে আগামীকাল এই টুর্নামেন্টের পর্দা নামবে। ২০২১ সালে একই স্টেডিয়ামে আরচারি হয়েছে, আর এর আগের আসর ২০১৭ সালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।
মন্তব্য করুন