

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গণতান্ত্রিক আন্দোলনভিত্তিক গবেষণায় বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং গুণগতমান বৃদ্ধি করার লক্ষ্যে পাঁচটি নির্ধারিত বিষয়ের ওপর সর্বোত্তম পাঁচজন মাস্টার্স গবেষককে ৩০ হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হবে।
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থান, নিরাপদ সড়ক আন্দোলন/নো-ভ্যাট আন্দোলন/কোটা সংস্কার আন্দোলন, পিলখানা হত্যাকাণ্ড/বর্ডার কিলিং/২৮ অক্টোবর হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা/২৮ ফেব্রুয়ারি হত্যাকাণ্ড, এবং ফ্যাসিস্ট রেজিমের গুম, খুন, বিচারিক ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড- বিষয়ে মাস্টার্স থিসিস/গবেষণা কার্য সম্পাদন করবেন, তাদের মধ্য থেকে পাঁচটি বিষয়ে একজন করে সেরা পাঁচজনকে নির্বাচন করে প্রত্যেককে ত্রিশ হাজার টাকা বিশেষ গবেষণা প্রণোদনা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রণোদনা প্রদানের ক্ষেত্রে যোগ্যতার (Eligibility) মাপকাঠি হলো- আবেদনকারীকে অবশ্যই মূল গবেষক (Primary Researcher) হতে হবে; প্রণোদনা প্রদানের ক্ষেত্রে গবেষণা প্রস্তাবনার প্রাসঙ্গিকতা, প্রাথমিক তথ্যের ব্যবহারযোগ্যতা ও একাডেমিক মৌলিকতা- ডাকসুর একাডেমিক মূল্যায়ন কমিটির পর্যালোচনা সাপেক্ষে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় শর্ত, মূল্যায়নের মাপকাঠি এবং চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে ডাকসুর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
এতে আরও উল্লেখ করা হয়, আগ্রহী শিক্ষার্থীদের গবেষণা বিষয় (Topic), সংক্ষিপ্ত গবেষণা প্রস্তাবনা (Research Proposal), প্রাথমিক তথ্যসূত্র তালিকা এবং সম্ভাব্য তত্ত্বাবধায়ক শিক্ষকের নামসহ সকল নথিপত্র ৩১/১২/২০২৫ তারিখের মধ্যে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদকের দপ্তরে হার্ড কপি ও [email protected] ইমেইলে সফট কপি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
মন্তব্য করুন