

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া। আগামী দুই বছর মেয়াদে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে এ পদে নিয়োগ দেন।
শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইনের ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) ধারা ২৩(৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়াকে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরিনের স্থলাভিষিক্ত হয়েছেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া বলেন, এই ফ্যাকাল্টিকে এগিয়ে নিতে প্রশাসন আমার উপর ভরসা করেছে। আমি আমার সাধ্যমতো কাজ করে যাব। এক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
মন্তব্য করুন