বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সাংসদের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মৌলবাদীদের জায়গা দেয় না। এখানের ছাত্ররা কখনো মৌলবাদীদের সঙ্গে আপোস করতে জানে না। স্বাধীনতা ও মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগের ছেলেরা জীবন দিয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তা হিসেবে এসব বক্তব্য দেন ছাত্রলীগের সভাপতি।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশ হিসেবে পরিচিত হব, সেই লক্ষ্য আমাদের কাজ করতে হবে। মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ না থেকে আমাদের নতুনত্ব নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্ৰী শেখ হাসিনা আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লবের স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্ন পূরণে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।
সম্মেলনে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংসদে নির্বাচন আসলেই নিজেদের জাতীয়বাদী পরিচয় দেওয়া একটা দল ইসলাম ধর্মকে ব্যবহার করে মৌলবাদী কর্মকাণ্ড চালাতে চায়। ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। এখানে অনেক পদপ্রার্থী আছে কিন্তু সবাইকে নির্বাচন করা সম্ভব না। কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এ বিষয়ে আলোচনা করে ঠিক করবে।
বিশেষ অতিথির বক্তব্যে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, রাজশাহীতে ছাত্রলীগ করা আর মরুভূমিতে ফুলের বাগান করা একই কথা। জাতীয় রাজনীতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতার সংখ্যা খুবই সীমিত। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব খুবই কম। এ সময় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের দৃষ্টি আকর্ষণ করেন নেতৃত্বের বিষয়টি দেখার জন্য।
পদপ্রত্যাশী ছাত্রনেতাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, এমন নেতা হওয়ার চিন্তা করবেন না যেন আপনার আচরণে কোনো সাধারণ শিক্ষার্থী কষ্ট পায়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, যুব মহিলা লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন রনি, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. সাব্বির হোসেন, সহ-সম্পাদক আদনান হোসেন প্রমুখ।
মন্তব্য করুন