চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগরে দুই গ্রুপের সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, সংঘর্ষে জড়িত দুপক্ষ সিএফসি ও সিক্সটি নাইন। সিএফসির কর্মীরা শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী এবং সিক্সটি নাইনের কর্মীরা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাটহাজারী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করেছি।
মন্তব্য করুন