যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবির ছাত্র হলে চুরির ধারাবাহিক ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থীরা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হল। ছবি : সংগৃহীত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হল। ছবি : সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে আবারও চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে নিজ কক্ষের সামনে থেকে বাইসাইকেলসহ হলের সোলার সিস্টেমের প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া সম্প্রতি কক্ষের তালা ভেঙে ল্যাপটপ চুরির ঘটনা ও ঘটে। বারবার এমন চুরির ঘটনা নিয়ে শঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, ২১ সেপ্টেম্বর যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের ১৩৪ নম্বর কক্ষের সামনে থেকে একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী হলের ১৩৪ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান (পিইএসএস) বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী রেজোয়ান হোসেন হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ পত্রে ভুক্তভোগী শিক্ষার্থী রেজোয়ান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখি রুমের সামনে আমার সাইকেল নেই তখন মনে হল যে কেউ হয়তোবা প্রয়োজনে নিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত সে সাইকেলের হদিস মেলেনি। আমি মনে করছি, সাইকেলটি চুরি হয়েছে। সাইকেল ছাড়া আমার দৈনন্দিন জীবনে অনেক কাজ ব্যাহত হচ্ছে। তিনি প্রভোস্টের কাছে দ্রুত সাইকেলটি উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ ছাড়া ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে হলটির ৫২৫ নম্বর কক্ষে থেকে তালা ভেঙে ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ করার পর সংশ্লিষ্ট ফ্লোরের টয়লেটের ফ্লাশের ওপর অজ্ঞাতরা ল্যাপটপটি রেখে যায়।

সম্প্রতি হলটির পাঁচতলার ছাদ থেকে সোলার সিস্টেমের তিনটি ব্যাটারি চুরির ঘটনাও ঘটেছে। এর একেকটি ব্যাটারির মূল্য প্রায় ২৪ হাজার টাকা। তবে এ ঘটনায় বেশ কয়েকদিন পেরোলেও কোনো ধরনের তদন্ত কমিটি গঠন করেনি হল প্রশাসন।

চুরির ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ল্যাপটপ মোবাইল ফোন রুমে রেখে ক্লাসে যেতেও ভয় পাচ্ছি। অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলে এ ধরনের ঘটনা আর ঘটবে না। এ ছাড়া হলে পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই। পুরো হল দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য হল প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। তাহলে অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে এবং দোষীদের ধরতেও সহায়ক হবে।

বারবার চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ বলেন, সাইকেল চুরির বিষয়টি নিয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এর পাশাপাশি কিছুদিন আগে আমাদের দৃষ্টিগোচর হয়েছে হলের পাঁচ তলার ছাদের ওপর সোলার সিস্টেমের তিনটি ব্যাটারি চুরি হয়েছে। প্রাথমিকভাবে আমরা খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমরা এখনো ব্যাটারিগুলোর সন্ধান পায়নি। সাইকেল চুরির তদন্ত কমিটির পাশাপাশি ব্যাটারির চুরির বিষয়েও একটি তদন্ত কমিটি গঠন করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রাণঘাতী বন্যাকে ‘আশীর্বাদ’ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পতিত আ.লীগ ভারত থেকে গুজব ছড়াচ্ছে : মির্জা ফখরুল

রাজধানীতে মসজিদের আগুন নিয়ন্ত্রণে

স্ত্রী-সন্তানের পর চলে গেলেন সোহেলও

দেশের রিজার্ভ আরও বাড়ল

মাদকসহ গ্রেপ্তার যুবদল ও কৃষক দলের নেতারা বহিষ্কার

শুল্ক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা শুরু

এবারই ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখছেন ইয়ামাল

সম্পর্ক মধুর রাখতে বিশেষজ্ঞদের ৭ সহজ পরামর্শ

১০

গ্রাম আদালতে সহজ ও কম খরচে বিরোধ নিষ্পত্তি হচ্ছে : ডিসি সারোয়ার

১১

ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত

১২

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

রাজধানীতে একটি মসজিদে আগুন

১৪

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড

১৫

গবেষণা / মুখের যত্নে বাড়ে মস্তিষ্কের শক্তি 

১৬

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

১৭

শিবির নিয়ে উমামার ফেসবুক পোস্ট

১৮

হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

১৯

একদিনে ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ 

২০
X