সব স্বৈরাচারবিরোধী আন্দোলনে মতিহারের অবদান ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।
শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁও কলেজের প্রিন্সিপাল আব্দুর রশীদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ভালোবাসায় মতিহার দেখা হবে বারবার’ শীর্ষক গুণীজন সম্মাননা, প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। উপাচার্য শাহ্ আজম বলেন, সব স্বৈরাচারবিরোধী আন্দোলনে মতিহারের অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ভালোবাসার মতিহার-রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস ইউনিটির সভাপতি জি এম মো. শামসুল হুদা।
মন্তব্য করুন