ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গ্রন্থাগারে সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় গ্রন্থাগারের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানিয়ে শিক্ষার্থীদের শ্লোগান দিতে দেখা যায়।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানায়, ঢাবির গ্রন্থাগারে প্রয়োজনের তুলনায় আসন অনেক কম। সকাল ৮টায় লাইব্রেরি খুললেও শিক্ষার্থীদের সকাল ৬টায় বা তার আগে গ্রন্থাগারের প্রধান ফটকে উপস্থিত হয়ে লাইনে ব্যাগ রাখতে হয়। এ ছাড়াও পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা না থাকায় হরহামেশায় চুরির ঘটনা ঘটছে। রয়েছে টয়লেট সংকট। পানির ফিল্টার প্রায়ই নষ্ট থাকে। বাড়ছে বহিরাগতদের আনাগোনা।
হামিম আহমেদ নামে এক শিক্ষার্থী কালবেলাকে বলেন, আমাদের এখন পড়ার টেবিলে থাকার কথা। কিন্তু বাধ্য হয়ে এখানে অবস্থান নিয়েছি। আমাদের এখানে পর্যাপ্ত আসনের ব্যবস্থা নাই। নিয়মিত নানা জিনিস চুরি হচ্ছে। টয়লেট সংকট, ইন্টারনেট নাই। এসব বিষয়ে অনেকবার বলা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে অবস্থান কর্মসূচি পালন করছি।
শিক্ষার্থীদের অবস্থানের একপর্যায়ে সেখানে উপস্থিত হন ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিন মুন্সী। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, উপাচার্য মহোদয় আমাকে ডেকে আশ্বাস দিয়েছেন যে, ধীরে ধীরে শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে।
মন্তব্য করুন