বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ও অধ্যাপক-গবেষকদের উৎকর্ষ বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার লক্ষ্যে ডুয়েট, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২৪ জুন) ডুয়েট রেজিস্ট্রার অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. হাফিজুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় একচেঞ্জ অব ফ্যাকাল্টি, একচেঞ্জ অব পাবলিকেশন অ্যান্ড রিলিভেন্ট, একাডেমিক অ্যান্ড স্কলারলি ইনফরমেশন, একচেঞ্জ অব শেয়ারিং ল্যাব ফ্যাসিলিটিজ, জয়েন্ট রিসার্চ প্রভৃতি বিষয়ে একত্রে কাজ করবে বিশ্ববিদ্যালয়গুলো।
মন্তব্য করুন