ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১২:২০ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীকে মেরে কানের পর্দা ফাটিয়ে দিলেন ছাত্রলীগ কর্মী!

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মিনহাজুল হক রুমন। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মিনহাজুল হক রুমন। ছবি : সংগৃহীত

নেশাগ্রস্ত অবস্থায় মেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে।

গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এদিকে এ ঘটনায় বিচার চেয়ে ও ক্ষতিপূরণ দাবি করে শনিবার (২৫ নভেম্বর) প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

এনামুল হক ইমন নামের ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত মিনহাজুল হক রুমন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের কর্মী বলে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত ৭টার দিকে মোটরসাইকেল যোগে জিয়া মোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন ইমন। এ সময় ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বদরুল আমিন পিয়াস তাকে বাইক থামাতে বলেন। তার সাথে কথা বলে বাইক নিয়ে একটু সামনে আগাতেই নেশাগ্রস্ত অবস্থায় পেছন থেকে দৌড়ে এসে হামলা চালায় অভিযুক্ত রুমন ও তার সহযোগীরা। এতে বাম কানে প্রচণ্ড আঘাত পায় ইমন। পরে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে গেলে তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলেন দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম । এতেও ঠিক না হওয়ায় নাক, কান ও গলা বিশেষজ্ঞকে দেখানোর পরামর্শ দেন তিনি। পরে কুষ্টিয়ায় ডা. এম এ মান্নানকে দেখানো হলে কানের পর্দা ফেটে গেছে বলে নিশ্চিত করেন এবং অপারেশন করা না হলে ঠিক হবে না বলে জানান তিনি। লিখিত অভিযোগে এ ঘটনার বিচার ও অপারেশনের ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগী ইমন বলেন, ওখানে আমার কোনো দোষ ছিল না। হঠাৎ রুমন ভাই এসে আমাকে মারধর করে। এতে আমার কানের পর্দা ফেটে যায়। আমি আমার অপারেশনের পুরো খরচসহ কর্তৃপক্ষের নিকট দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত মিনহাজুল হক রুমন বলেন, আসলে ঘটনা কিছুই ঘটেনি। সে অনিয়ন্ত্রিতভাবে বাইক চালাচ্ছিল। বাইক গায়ে লেগে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তাকে শুধু বোঝানো হয়েছিল। তাকে মারা হয়েছে নাকি। আর বিষয়ের তো এক বার মীমাংসা করা হয়েছে।

এ দিকে অভিযুক্ত রুমন শাখা ছাত্রলীগের কর্মী নয় দাবি করে সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, রুমনকে আমি চিনি। ও বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী। ও একজন সাধারণ শিক্ষার্থী। ছাত্রলীগের সাথে ওর কোনো সংশ্লিষ্টতা নেই এবং ও ছাত্রলীগের কোনো ধরনের সক্রিয় কর্মীও না। আমি যতদূর জানি ওরা নিজেরা নিজেরা বিষয়টি মীমাংসা করে নিয়েছে এবং অভিযোগ প্রত্যাহার করেছে নেওয়া হয়েছে বলেও আমি শুনেছি।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, এ বিষয়ে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। পরবর্তী মিটিংয়ে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায় তা আলোচনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে নিয়মের কারণে বিপিএল খেলার অনুমতি পেলেন পিযুষ চাওলা

আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, শুক্রবার কততে বিক্রি হচ্ছে

ইমরান খান জীবিত না মৃত, প্রশ্ন ছেলের

শক্তি বাড়িয়ে ৮৮ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

‘খালেদা জিয়াকে জেলের ভেতর স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছে’

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

সীমান্তে বিদেশি শুটার গান ও গুলি উদ্ধার

আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক না : এ্যানি

১০

একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : ফারুক

১১

প্রতিদিন ২টি করে খেজুর খেলে কী ঘটে শরীরে? যা বলছেন পুষ্টিবিদ

১২

কুয়েটে মারধরের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার

১৩

এক ম্যাচে ১৭ লাল কার্ড, মাঠে যা ঘটেছিল (ভিডিও)

১৪

খালেদা জিয়া কেমন আছেন, জানালেন মির্জা ফখরুল

১৫

নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

১৬

কফি পান করার সেরা সময় কখন?

১৭

সাংবাদিকনেতা সোহেলকে মামলায় জড়ানোয় বিএআরএফের তীব্র নিন্দা

১৮

গৃহবধূকে বেধড়ক মারধরের পর বিবস্ত্রের অভিযোগ

১৯

সাংবাদিকদের ঐক্যবদ্ধে সত্যিকারের দেশ গড়া সম্ভব : গোলাম পরওয়ার

২০
X