ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১২:২০ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীকে মেরে কানের পর্দা ফাটিয়ে দিলেন ছাত্রলীগ কর্মী!

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মিনহাজুল হক রুমন। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মিনহাজুল হক রুমন। ছবি : সংগৃহীত

নেশাগ্রস্ত অবস্থায় মেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে।

গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এদিকে এ ঘটনায় বিচার চেয়ে ও ক্ষতিপূরণ দাবি করে শনিবার (২৫ নভেম্বর) প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

এনামুল হক ইমন নামের ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত মিনহাজুল হক রুমন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের কর্মী বলে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত ৭টার দিকে মোটরসাইকেল যোগে জিয়া মোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন ইমন। এ সময় ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বদরুল আমিন পিয়াস তাকে বাইক থামাতে বলেন। তার সাথে কথা বলে বাইক নিয়ে একটু সামনে আগাতেই নেশাগ্রস্ত অবস্থায় পেছন থেকে দৌড়ে এসে হামলা চালায় অভিযুক্ত রুমন ও তার সহযোগীরা। এতে বাম কানে প্রচণ্ড আঘাত পায় ইমন। পরে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে গেলে তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলেন দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম । এতেও ঠিক না হওয়ায় নাক, কান ও গলা বিশেষজ্ঞকে দেখানোর পরামর্শ দেন তিনি। পরে কুষ্টিয়ায় ডা. এম এ মান্নানকে দেখানো হলে কানের পর্দা ফেটে গেছে বলে নিশ্চিত করেন এবং অপারেশন করা না হলে ঠিক হবে না বলে জানান তিনি। লিখিত অভিযোগে এ ঘটনার বিচার ও অপারেশনের ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগী ইমন বলেন, ওখানে আমার কোনো দোষ ছিল না। হঠাৎ রুমন ভাই এসে আমাকে মারধর করে। এতে আমার কানের পর্দা ফেটে যায়। আমি আমার অপারেশনের পুরো খরচসহ কর্তৃপক্ষের নিকট দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত মিনহাজুল হক রুমন বলেন, আসলে ঘটনা কিছুই ঘটেনি। সে অনিয়ন্ত্রিতভাবে বাইক চালাচ্ছিল। বাইক গায়ে লেগে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তাকে শুধু বোঝানো হয়েছিল। তাকে মারা হয়েছে নাকি। আর বিষয়ের তো এক বার মীমাংসা করা হয়েছে।

এ দিকে অভিযুক্ত রুমন শাখা ছাত্রলীগের কর্মী নয় দাবি করে সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, রুমনকে আমি চিনি। ও বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী। ও একজন সাধারণ শিক্ষার্থী। ছাত্রলীগের সাথে ওর কোনো সংশ্লিষ্টতা নেই এবং ও ছাত্রলীগের কোনো ধরনের সক্রিয় কর্মীও না। আমি যতদূর জানি ওরা নিজেরা নিজেরা বিষয়টি মীমাংসা করে নিয়েছে এবং অভিযোগ প্রত্যাহার করেছে নেওয়া হয়েছে বলেও আমি শুনেছি।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, এ বিষয়ে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। পরবর্তী মিটিংয়ে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায় তা আলোচনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাবেশে ঝড় তোলা থালাপতি বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যে সর্বোচ্চ যৌন অপরাধ করে ভারতীয়রা

স্ত্রীর জন্য দোয়া চাইলেন প্রযোজক ইকবাল

ইকসু গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি

বনজ কুমারের মামলায় খালাস পেলেন ইলিয়াস

নদীতে চর ধসে আতঙ্কে শতাধিক পরিবার

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ!

আসনসীমা নিয়ে শুনানি শেষ, চূড়ান্ত তালিকা প্রকাশ শিগগিরই 

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঝোড়ো হাওয়ার শঙ্কা

মুহূর্তের ব্যবধানেই ভেস্তে গেল বন্দরে ডাকাতির পরিকল্পনা

১০

মেসিকে না পারলেও রোনালদোকে ছাড়িয়ে গেছেন টেইলর সুইফট

১১

কিডনি রোগ হলে কী কী লক্ষণ হবে শরীরে

১২

এবার ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সমন্বয়ক রিয়াদ রিমান্ডে 

১৩

কাগজপত্র জালিয়াতি করে অধ্যক্ষ হয়েছেন জাকির হোসেন

১৪

বিপিএলে ১ বলে ১৫ রান দেওয়া বোলার এবার দিলেন ১ বলে ২২ রান!

১৫

পেছাল রাকসু নির্বাচনের তারিখ, প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

১৬

রুমমেটকে ছুরিকাঘাত, ঘটনাটি সাজানো বললেন ভিপি প্রার্থী জালাল

১৭

ইরানে ফিরলেন আইএইএ পরিদর্শকরা, পরমাণু সহযোগিতা অনিশ্চিত

১৮

জরায়ুমুখের ক্যানসার কেন হয়, কারা বেশি ঝুঁকিতে আছেন?

১৯

প্রেমিকাকে ফ্ল্যাট ভাড়া দিলেন হৃত্বিক, নেবেন কত রুপি?

২০
X