বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শীতকালীন ছুটি চলাকালীন সময়ে আবাসিক শিক্ষার্থীদের জন্য হল খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ২৪ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শীতকালীন অবকাশ ও যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ছুটি। বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।
ছুটি শেষে আগামী ৪ জানুয়ারি থেকে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। আগামী ২৪ ডিসেম্বর থেকে একাডেমিক ও প্রশাসনিক ছুটি শুরু হলেও ২৮ ডিসেম্বর থেকে অফিস কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছে।
তবে ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা থাকবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, শীতকালীন অবকাশ ও যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সব হল খোলা থাকবে।
মন্তব্য করুন